ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৪ | অগ্রাহায়ণ ৯ ১৪৩১
ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৪       
Shruhid Tea

ফরিদপুরে এতিমদের নিয়ে পিঠা উৎসব

ফরিদপুর প্রতিনিধি বঙ্গবাণী

প্রকাশিত: ১৯:১৫, ২২ ডিসেম্বর ২০২০

ফরিদপুরে এতিমদের নিয়ে পিঠা উৎসব

ছবি-সংগৃহীত

ফরিদপুর সরকারী শিশু পরিবারের এতিম ও সুবিধা বঞ্চিত নিবাসীদের নিয়ে ব্যাতিক্রমী এক পিঠা উৎসব করেছে ফরিদপুর জেলা সমাজ সেবা অফিস। শিশু পরিবারের এতিম ও সুবিধা বঞ্চিত নিবাসীরা বছরের একবার যাতে আবহামান বাংলার এতিহ্য পিঠা খেতে পারে সে লক্ষেই এই পিঠা উসবের আয়োজন করা হয়। 

সোমবার সন্ধ্যায় শহরের টেপাখোলা সরকারী শিশু পরিবার চত্বরে এতিম ও সুবিধা বঞ্চিত শিশুদের পিঠা উৎসবে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। 

জেলা সমাজ সেবা অফিসের উপ-পরিচালক এএসএম আলী আহসানের সভাপতিত্বে উৎসবে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) মোঃ মনিরুজ্জামান,শিক্ষাবিদ প্রফেসর মোঃ শাহজাহান,সরকারী রাজেন্দ্র কলেজের সহযোগী অধ্যাপক রিজভী জামান, এফডিএ নির্বাহী পরিচালক মো: আজাহারুল ইসলাম প্রমুখ। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সরকারী শিশু পরিবারের সহকারী পরিচালক মো: নরুল হুদা। এতে শহরের বিশিষ্ট জনেরা অংশগ্রহন করেন। পরে এতিম ও সুবিধা বঞ্চিত নিবাসীদের অংশগ্রহনে এক মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

বঙ্গবাণী/এমএস

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত