ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৪ | অগ্রাহায়ণ ১০ ১৪৩১
ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৪       
Shruhid Tea

ফরিদপুরে করোনা টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু

ফরিদপুর প্রতিনিধি বঙ্গবাণী

প্রকাশিত: ১৫:৩২, ৮ এপ্রিল ২০২১

ফরিদপুরে করোনা টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু

টিকা নিচ্ছেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার

মহামারি করোনা ভাইরাসে থেকে রক্ষা পেতে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় ফরিদপুর সদর (জেনারেল) হাসপাতালে টিকা দান কেন্দ্রে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক অতুল সরকার। 

এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো. আলিমুজ্জামান, সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান, বিএমএর সভাপতি ডা. আ স ম জাহাঙ্গীর চৌধুরী প্রমুখ। 

এ সময় সিভিল সাজন ডা. ছিদ্দীকুর রহমান বলেন, ফরিদপুরে প্রথম ডোজে ৬০ হাজার টিকা এসেছিলো। আমরা সেই টিকা ৫৯ হাজারের ৫২২ জনকে দিয়েছি। দ্বিতীয় ডোজ পেয়েছি ৪২ হাজার। আমরা জেলার সকল উপজেলায় ভ্যাকসিন গুলো বন্টন করেছি। আজ থেকে এক যোগে সব জায়গা এই টিকা দেওয়া শুরু হয়েছে।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত