ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৪ | অগ্রাহায়ণ ৯ ১৪৩১
ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৪       
Shruhid Tea

ফরিদপুরে বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ফরিদপুর প্রতিনিধি বঙ্গবাণী

প্রকাশিত: ১৮:৪৭, ৪ জুন ২০২১

ফরিদপুরে বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাস ও প্রাইভেটকার

ফরিদপুর-ঢাকা মহাসড়কের ফরিদপুর সদর উপজেলার কোমরপুরে একটি যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরো একজন। 

শুক্রবার বিকেল সাড়ে ৪ টার দিকে ফরিদপুর মুসলিম মিশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন প্রাইভেটকারের চালক জাহিদ হোসেন। তার বাড়ি গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায়। নিহত আরেকজন হলেন পথচারী সবিরুন খাতুন। তার বাড়ী ফরিদপুরের সালথা উপজেলার গোয়ালপাড়া গ্রামে।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার সুভাষ বাড়ৈ জানান, ঢাকাগামী একটি প্রাইভেটকার ফরিদপুর মুসলিম মিশনের সামনে সবিরুন নামে একজন পথচারীকে বাঁচাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বিআরটিসি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক জাহিদ হোসেন মারা যান।

তিনি আরো জানান, দুর্ঘটনায় প্রাইভেটকারের ধাক্কায় পথচারী সবিরুন খাতুনও মারা যান। তাদের লাশ উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সুভাষ বাড়ৈ জানান, এ দুর্ঘটনায় গুরুতর আহত প্রাইভেটকারের মালিক জাহাঙ্গীর হোসেনকে আহতাবস্থায় ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বঙ্গবাণী/এমএস

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত