ঢাকা, ০৪ ডিসেম্বর, ২০২৪ | অগ্রাহায়ণ ১৯ ১৪৩১
ঢাকা, ০৪ ডিসেম্বর, ২০২৪       
Shruhid Tea

ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন

ফরিদপুর প্রতিনিধি বঙ্গবাণী

প্রকাশিত: ১৬:২২, ৬ মে ২০২১

ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন

ছবি- বঙ্গবাণী

জিয়াউল হাসান মিঠুকে আহ্বায়ক ও মেহেদি হাসান শামীম তালুকদার ও খান মো. শাহ সুলতান রাহাতকে যুগ্ন আহ্বায়ক করে ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত বুধবার (৫মে) রাতে এই কমিটির অনুমোদন দেন বাংলাদেশ যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও আলহাজ্ব মাইনুল হাসান খান নিখিল।

কমিটিতে ১৮ জন সদস্য রয়েছেন। এরা হলেন যথাক্রমে, মো. তওফিক হাসান পুচ্চি, লাভলু মুন্সি, সৈয়দ আলি আশরাফ পিয়ার, মাহফুজ আহমেদ হিমেল, মাহমুদ রাজু খান, গোবিন্দ চন্দ্র বিশ্বাস, আলী আজগর মানিক, খন্দকার ওবায়দুর রহমান মামুন, শওকত হোসেন মুকুল, মো. সেলিম উজ জামান লিটু, তানভির কামাল সাব্বির, খায়রুল বাসার, শরিফুল হাসান প্লাবন, দাউদ উজ জামান, জুয়েল খান, মো. শফিকুল ইসলাম আজাদ, ইতমাম হাসিন চৌধুরী, মো. শাহিদুল ইসলাম আজাদ।

এর আগে ২০২০ সালের ২৩ আগষ্ট ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়।

বঙ্গবাণী/এমএস

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত