ঢাকা, ০৩ ডিসেম্বর, ২০২৪ | অগ্রাহায়ণ ১৯ ১৪৩১
ঢাকা, ০৩ ডিসেম্বর, ২০২৪       
Shruhid Tea

ফরিদপুর পৌর নির্বাচনে পুনরায় ভোট গ্রহণের দাবি নায়াব ইউসুফের

ফরিদপুর প্রতিনিধি বঙ্গবাণী

প্রকাশিত: ১৬:৩৪, ১৫ ডিসেম্বর ২০২০

ফরিদপুর পৌর নির্বাচনে পুনরায় ভোট গ্রহণের দাবি নায়াব ইউসুফের

নায়াব ইউসুফ

মহিলা দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক ফরিদপুর পৌর নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও চৌধুরী নায়াব ইউসুফ বলেছেন, ফরিদপুর পৌর নির্বাচনে ব্যাপক অনিয়মের মাধ্যমে জনগণের বিজয়কে ছিনিয়ে নেয়া হয়েছে। আমরা এ ব্যাপারে তথ্য প্রমাণসহ নির্বাচন কমিশনের অভিযোগ জানাব, যাতে জনমতের সঠিক প্রতিফলন বাস্তবায়নে পুনরায় ভোট গ্রহণের ব্যবস্থা করা হয়।

সোমবার দুপুরে শহরের কমলাপুরে সন্ত্রাসী হামলায় আহত স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর নাসিরুদ্দিন আহমেদ মিলারকে দেখতে যেয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। গত ১০ ডিসেম্বর ভোট গ্রহণের দিনে প্রতিপক্ষ কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের হামলায় আহত হন মিলার।

নায়াব ইউসুফ বলেন, ভোটের নামে পুলিশের সামনেই ক্ষমতাসীন দলের পেশিশক্তির মহড়া হয়েছে। প্রায় প্রতিটি কেন্দ্র হতে আমাদের পোলিং এজেন্টদের বের করে দেয়া হয়েছে। ইভিএমে ভোটারদের ফিঙ্গারিং করার পরেই নৌকার কর্মীরা বুথের মধ্যে ঢুকে ভোটের সুইচ চেপে দিয়েছে। এর যথেষ্ট তথ্য-প্রমাণ রয়েছে। আর সাধারণ ভোটারেরাও এর সাক্ষী হয়ে আছেন।

এ সময় জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জাফর হোসেন বিশ্বাস, শহর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মিরাজ, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কিবরিয়া স্বপন, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরীজ, সাধারণ সম্পাদক রেজোয়ান বিশ্বাস তরুণ, বিএনপি নেতা রাজন বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

বঙ্গবাণী/এমএস

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত