ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৪ | অগ্রাহায়ণ ৯ ১৪৩১
ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৪       
Shruhid Tea

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ 

সালথা (ফরিদপুর) প্রতিনিধি বঙ্গবাণী

প্রকাশিত: ২০:১৪, ১২ ডিসেম্বর ২০২০

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ 

ছবি- বঙ্গবাণী

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামী লীগ। শনিবার বিকাল ৪টায় উপজেলা পরিষদের মূল ফটকের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে চৌধুরী মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন মিয়ার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির ছোট ছেলে কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী। 

এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, যুগ্ন-সাধারন সম্পাদক গিয়াস উদ্দীন, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু, সহ-সভাপতি শওকত হোসেন মুকুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল প্রমূখ।  

সমাবেশে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশেরই জন্ম হতো না। আজ স্বাধিনতাবিরোধী চক্র সেই জাতির জনকের ভাস্কর্য ভাঙচুর করে দেশ বিরোধী কাজে লিপ্ত হয়ে অস্থিরশীল পরিবেশ সৃষ্টি করছে। ভাস্কর্য ভাঙচুরের ঘটনার সাথে যারা জড়িত তাদের দ্রæত আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। 

বঙ্গবাণী/এমএস

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত