ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৪ | অগ্রাহায়ণ ৯ ১৪৩১
ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৪       
Shruhid Tea

বনানীতে ছয়তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট

নিজস্ব প্রতিবেদক বঙ্গবাণী

প্রকাশিত: ১২:৩৫, ২১ আগস্ট ২০২১

বনানীতে ছয়তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট

ছবি-সংগৃহীত

রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় আনন্দ টিভির পাশের একটি ছয়তলা ভবনের তিন তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট। অগ্নিকান্ডে ঘটনার বিষটি জানিয়েছেন ফায়ার সার্ভিস অধিদফতরের ডিউটি অফিসার রোজিনা বেগম।

তিনি জানান, শনিবার (২১ আগস্ট) সকাল ৯টা ১০ মিনিটে বনানী চেয়ারম্যান বাড়ি এলাকার আনন্দ টিভির পাশের একটি ছয়তলা ভবনের তিন তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে একে একে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট পাঠানো হয়েছে। সর্বশেষ খবর অনুযায়ী- আগুন নিয়ন্ত্রণে আসেনি, আগুন লাগার কারণও জানা যায়নি।

রোজিনা বেগম জানান, ভেতরে প্রচন্ড ধোঁয়া সৃষ্টি হয়েছে। ধোঁয়ার কারণে আমাদের কর্মীদের প্রচুর বেগ পেতে হচ্ছে আগুন নেভাতে। ফায়ারের কর্মীরা সর্বাত্মক চেষ্টা করছে দ্রুত আগুন নেভানোর জন্য। কিন্তু প্রচণ্ড ধোঁয়া থাকায় অনেক জায়গায় ঠিকভাবে পানি পৌঁছানো যাচ্ছে না।

এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া ভেতরে কেউ আটকে আছে কি না সেতথ্যও কেউ নিশ্চিত করেনি। ফায়ার সার্ভিস সদস্যরা বলছে, ভবনটির দ্বিতীয় তলায় আনন্দ টিভির কার্যালয়। তৃতীয় তলায় বিভিন্ন ধরনের ক্রেস্ট তৈরি করা হয়, এখানেই আগুন লেগেছে।

বঙ্গবাণীডটকম/এমএস

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত