ঢাকা, ২২ নভেম্বর, ২০২৪ | অগ্রাহায়ণ ৭ ১৪৩১
ঢাকা, ২২ নভেম্বর, ২০২৪       
Shruhid Tea

বাংলাদেশে আসছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান

নিজস্ব প্রতিবেদক বঙ্গবাণী

প্রকাশিত: ০৯:৫৬, ২৯ অক্টোবর ২০২০

বাংলাদেশে আসছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান

রিসেপ তাইপ এরদোগান

মুজিববর্ষের অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে আসবেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। মহামারী করোনা পরিস্থিতির উন্নতি হলে তিনি ঢাকা সফর করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বুধবার মন্ত্রী তার নিজ কার্যালয়ে তুরস্কের প্রেসিডেন্টের পক্ষ থেকে করোনাভাইরাস চিকিৎসায় পাঠানো উপহারসামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে এ তথ্য জানান।

দেশটির পক্ষ থেকে বাংলাদেশকে চতুর্থ দফায় ১০ হাজার পিস  এন-৯৫ মাস্ক, গাউন, কাভারঅল; ২০টি ভেন্টিলেটর মনিটর, স্ট্যান্ড সেটসহ বেশ কিছু করোনা সামগ্রী দেয়া হয়।

এসময় দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের উন্নয়নে ২ বিলিয়ন ডলার পর্যন্ত বাড়ানোর ব্যাপারে আশাবাদের কথা জানান পররাষ্ট্রমন্ত্রী।

এর আগে, সেপ্টেম্বরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশে তুরস্কের আর্থিক সহযোগিতায় একটি আধুনিক হাসপাতাল নির্মাণের প্রয়োজনীয় জমি বরাদ্দের জন্য তুরস্কের প্রেসিডেন্ট প্রস্তাব দিয়েছেন। এছাড়া তিনি রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশে আশ্রয় দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন।

বঙ্গবাণী/এমএস

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত