ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৪ | অগ্রাহায়ণ ১০ ১৪৩১
ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৪       
Shruhid Tea

বালুভর্তি ট্রাক নিয়ে ভেঙে পড়লো বেইলি ব্রিজ

ফরিদপুর (নগরকান্দা) প্রতিনিধি বঙ্গবাণী

প্রকাশিত: ১৩:০২, ২০ মার্চ ২০২১

বালুভর্তি ট্রাক নিয়ে ভেঙে পড়লো বেইলি ব্রিজ

ছবি- বঙ্গবাণী

ফরিদপুর-নগরকান্দা সড়কের নগরকান্দা পৌরসভার জুঙ্গরদি এলাকার কুমার নদীর ওপর নির্মিত বেইলি সেতুটি বালুভর্তি ট্রাক নিয়ে ভেঙে পড়েছে। শনিবার ভোর সাড়ে ৬ টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। এ সেতুটি ভেঙ্গে যাওয়ায় ফরিদপুর জেলা সদরের সাথে নগরকান্দা, গোপালগঞ্জ জেলাসহ কয়েকটি জেলার সড়ক পথের যোগাযোগ বিছিন্ন হয়ে পড়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বালুভর্তি একটি ট্রাক মাগুরার দিক থেকে গোপালগঞ্জের মোকসেদপুরের দিকে যাচ্ছিল। ট্রাকটির নম্বর ফরিদপুর-ট-১১-০৩০৭। ট্রাকটি বেইলি সেতুর ওপর উঠলে সেতুটির মধ্যে অংশ দেবে যায়। খবর পেয়ে নগরকান্দা ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়।

বেশ কিছুদিন যাবত পুরাতন এই সেতুটি দিয়ে ভয়ে লোকজন পারপার করছিলো। বার বার সেখানে একটি নতুন সেতুর দাবি জানালেও তা বাস্তবায়িত না হওয়ায় চরম ক্ষোভ রয়েছে এলাকাবাসির।

এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বিপ্লব বলেন, শনিবার ভোরে নগরকান্দা পৌরসভার জুঙ্গরদি এলাকার কুমার নদীর ওপর পুরাতন বেইলি সেতুটি বালুভর্তি ট্রাক নিয়ে ভেঙে পড়েছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু বলেন, এখানে পাকা ব্রীজের জন্য প্রস্তুতি শেষের দিকে। কিছু দিনের মধ্যে পাকা ব্রীজের কাজ শুরু হবে। দুর্ভোগের কথা চিন্তা করে ভেঙ্গে পড়া ব্রীজটি আপাতত মেরামতের জন্য জনবল আনা হয়েছে। যত দ্রুত সম্ভব চলাচল স্বাভাবিক করা হবে।

বঙ্গবাণী/এমএস

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত