ঢাকা, ০৪ ডিসেম্বর, ২০২৪ | অগ্রাহায়ণ ১৯ ১৪৩১
ঢাকা, ০৪ ডিসেম্বর, ২০২৪       
Shruhid Tea

বিএনপি নির্বাচনে এলে সুযোগ সৃষ্টি করা হবে: ইসি রাশেদা

নিজস্ব প্রতিবেদক বঙ্গবাণী

প্রকাশিত: ১৮:১৪, ২০ নভেম্বর ২০২৩

বিএনপি নির্বাচনে এলে সুযোগ সৃষ্টি করা হবে: ইসি রাশেদা

নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা। ছবি-সংগৃহীত

বিএনপির নির্বাচনে আসা বিষয়ে নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা বলেছেন, বিএনপি যদি নির্বাচনে আসে তাহলে স্বাগত জানাবো। তারা নির্বাচন করতে চাইলে আইন মেনে সুযোগ সৃষ্টি করা হবে। তফসিল বা ভোটের তারিখ পেছানোর বিষয়ে অগ্রিম কিছু বলা উচিত হবে না।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ইসি রাশেদা বলেন, আমার জানামতে পূর্বেও বিএনপিসহ কিছু রাজনৈতিক দল নির্ধারিত সময়ের অনেক পরে নির্বাচনে এসেছিলেন এবং তাদের সুযোগ দেওয়া হয়েছিল। ওনারা যদি ফিরতে চান, তাহলে কীভাবে কী করা যায় তা নিয়ে আমরা আলোচনা করবো। আইন-কানুন দেখবো। তারপর সিদ্ধান্ত নেবো।

তিনি আরো বলেন, আমরা চাই সব দল এসে একটা সুন্দর নির্বাচন হোক। যেভাবে আইনে আছে, আমরা সেভাবেই করবো।

রাশেদা বলেন, আমাদের প্রতি আস্থা রাখুন। নিঃসন্দেহে একটা সুষ্ঠু ও সুন্দর নির্বাচন করার সুযোগ পাবেন। রাজনৈতিক দলগুলো যাকে ইচ্ছা তাকে মনোনয়ন করবেন। আমরা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করবো। ভোটাররা এসে স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। 

বঙ্গবাণীডটকম/এমএস

নির্বাচন বিভাগের সর্বাধিক পঠিত