ঢাকা, ০৩ ডিসেম্বর, ২০২৪ | অগ্রাহায়ণ ১৯ ১৪৩১
ঢাকা, ০৩ ডিসেম্বর, ২০২৪       
Shruhid Tea

বিনা কর্তনে ছাড়পত্র পেলো ‘স্বপ্নে দেখা রাজকন্যা’

বঙ্গবাণী

প্রকাশিত: ০৯:০৩, ৯ সেপ্টেম্বর ২০২১

বিনা কর্তনে ছাড়পত্র পেলো ‘স্বপ্নে দেখা রাজকন্যা’

নিশাত নাওয়ার সালওয়া

বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে  নিশাত নাওয়ার সালওয়া অভিনীত প্রথম চলচ্চিত্র ‘স্বপ্নে দেখা রাজকন্যা’। গতকাল চলচ্চিত্রটি বাংলাদেশ সেন্সর বোর্ড কর্তৃক বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে বলে জানিয়েছেন সালওয়া নিজেই। ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ নির্মাণ করেছেন গুণী পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক।

সালওয়া বলেন, মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ও মৌসুমি মিথিলা প্রযোজিত আমার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ বাংলাদেশ সেন্সর বোর্ড কর্তৃক আন কাট সেন্সর ছাড়পত্র পেয়েছে। অসংখ্য ধন্যবাদ রইলো আমার টিমের সকলের সকল প্রতি যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে কাজটি সুন্দরভাবে শেষ হয়েছে। 

নিশাত নাওয়ার সালওয়া ২০১৮ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’- প্রতিযোগিতায় প্রথম রানারআপ হওয়ার পর থেকেই সিনেমার প্রস্তাব পেয়ে আসছিলেন। যদিও সেই প্রস্তাবে তাৎক্ষণিক সাড়া দেননি। বুঝে শুনে সময় নিয়ে ভালো সিনেমার সঙ্গে যুক্ত হয়েছেন। নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিকের হাত ধরে, ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ সিনেমার মাধ্যমে সিনেমা অভিষেক হয় তার। 

এরপর কাজ করেছেন প্রয়াত বরেণ্য অভিনেত্রী সারাহ বেগম কবরী পরিচালিত ‘এই তুমি সেই তুমি’ ও সাইদুল ইসলাম রানা পরিচালিত ‘বীরত্ব’ সিনেমায়। ৩টি সিনেমায় সালওয়ার পুরো অংশের কাজ শেষ হলেও করোনার কারণে একটি সিনেমাও হলে মুক্তি পায়নি। তবে ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ হলে মুক্তি পেলেই সিনেমার নায়িকা হিসেবে পথচলা শুরু হবে সালওয়ার।

বঙ্গবাণীডটকম/এমএস

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত