ঢাকা, ০৩ ডিসেম্বর, ২০২৪ | অগ্রাহায়ণ ১৯ ১৪৩১
ঢাকা, ০৩ ডিসেম্বর, ২০২৪       
Shruhid Tea

বিশ্বরঙ এখন দিনাজপুরে

লাইফস্টাইল প্রতিবেদক বঙ্গবাণী

প্রকাশিত: ১৯:৪০, ৯ জুন ২০২৪

বিশ্বরঙ এখন দিনাজপুরে

‘বিশ্বরঙ’ দিনাজপুর শাখার শুভ উদ্বোধন

দেশের ফ্যাশন ইন্ডাষ্ট্রীতে অন্যতম ফ্যাশন ব্র্যান্ড হিসেবে পরিচিত নাম ‘বিশ্বরঙ’। সুদীর্ঘ ২৯ বছরের পথ চলায় ‘বিশ্বরঙ’ এ দেশের ফ্যাশন ভাবনায় এনেছে নানান রকম বৈচিত্র, বিভিন্ন উৎসব পার্বন উদযাপনের মাধ্যমে। সেই ধারাবাহিকতায় ক্রেতা সাধারণের ভালোবাসায় বিশ্বরঙ এবার দিনাজপুরে।

বৃহস্পতিবার, বিকালে দর্শকপ্রিয় চিত্রনায়িকা ঢালিউড কুইন অপু বিশ্বাস এবং বাংলাদেশের স্বনামধন্য ফ্যাশন ডিজাইনার ও বিশ্বরঙ এর কর্ণধার বিপ্লব সাহা ‘বিশ্বরঙ’ দিনাজপুর শাখার শুভ উদ্বোধন করেন। এই আড়ম্বরতায় সন্মনিত অতিথী হিসেবে উপস্থিত ছিলেন জনাব শাকিল আহমেদ, জেলা প্রশাসক, দিনাজপুর। জনাব শাহ ইফতেখার আহমেদ, পিপিএম (বার) পুলিশ সুপার, দিনাজপুর। জনাব মোঃ মমিনুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার, (প্রশাসন ও অর্থ) দিনাজপুর। জনাব শেখ মোঃ জিন্নাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার, (সদর সার্কেল) দিনাজপুর। জনাব রেজা হুমায়ন ফারুক চৌধুরী শামীম, সভাপতি, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টি। এবং জনপ্রিয় সঙ্গীত শিল্পী অন্তর রহমান ও দিনাজপুরের সাংস্কৃতিক অঙ্গনের গন্যমান্য ব্যক্তিবর্গ সহ বিশ্বরঙ এর বিপুল সখ্যক শুভানুধ্যায়ীরা।
 
বিশ্বরঙ এর শোরুমে পাওয়া যাচ্ছে শাড়ী, থ্রিপিস, আনষ্টিচ ড্রেস, পাঞ্জাবী, ফতুয়া, শার্ট,  টি-শার্ট, মগ, বাচ্চাদের বাহারী সব ড্রেস ইত্যাদি। বিশ্বরঙ এর সহযোগী ব্রান্ড ‘শ্রদ্ধা পরিবারের শ্রদ্ধাভাজন ব্যাক্তিটির জন্য নিয়ে এসেছে নতুন সব আয়োজন। দেশীয় কাপড়ে ঢিলে ঢালা আড়ামদায়ক প্যাটার্ন, অতি উজ্জল রঙের পরিবর্তে সহজিয়া শীতলতম হালকা রঙই মূলত ‘শ্রদ্ধার পোশাকের বিশেষ বৈশিষ্ট্য। 

এছাড়াও বিশ্বরঙ এর আরো একটি সহযোগী ব্রান্ড     বি আর কোড বাই বিপ্লব সাহা”। দেশীয় ঐতিহ্যের সঙ্গে আন্তর্জাতিক চলের সংমিশ্রণ ঘটিয়ে বাহারি নকশা ও বৈচিত্রময়তায় উপস্থাপন করেছে ‘বি আর কোড বাই বিপ্লব সাহা’। পোশাকের কাটিংয়ে এবং প্যাটার্নে থাকছে বিশেষ ধরনের ভিন্নতা। শিশুদের জন্য বিশ্বরঙ এর রয়েছে বিশেষ আয়োজন বিশ্বরঙ কিডস’।
যে কেউ ঘরে বসেই বিশ্বরঙ শোরুমের সকল সামগ্রী কেনাকাটা করতে পারবেন অনলাইনে।
  
www.biswasrang.com.bd  এবং ফেইজবুক পেইজ BISHWORANG  অথবা ০১৮১৯২৫৭৭৬৮, ০১৭৩০০৬৮০৪৫, নম্বরে ফোন করেও কেনাকাটা করতে পারবেন। 
বিশ্বরঙ দিনাজপুর, ৮৬৩/১ পি এস টাওয়ার, ২য় তলা, চুড়িপট্টি রোড, মালদহপট্টি সদর, দিনাজপুর। মোবাইল ঃ ০১৭৩০-০৬৮০৩১

বঙ্গবাণীডটকম/এমএস 

লাইফস্টাইল বিভাগের সর্বাধিক পঠিত