ঢাকা, ২২ নভেম্বর, ২০২৪ | অগ্রাহায়ণ ৮ ১৪৩১
ঢাকা, ২২ নভেম্বর, ২০২৪       
Shruhid Tea

বেড়েছে একদিনে করোনায় মৃত্যু

নিজস্ব প্রতিবেদক বঙ্গবাণী

প্রকাশিত: ১৭:৫২, ৩০ অক্টোবর ২০২১

বেড়েছে একদিনে করোনায় মৃত্যু

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরো আট জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৬২ জনে। একই সময়ে নতুন করে ১৬৬ জন করোনা রোগী শনাক্ত হয়। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ৬৯ হাজার ৩২৮ জনে।

শনিবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগে স্বাস্থ্য অধিদফতর জানায়, বৃহস্পতিবার বিকেলে থেকে শুক্রবার বিকেল পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৭ হাজার ৮৫৪ জনে। একই সময়ে নতুন করে ৩০৫ জন করোনা রোগী শনাক্ত হন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছিলো ১৫ লাখ ৬৯ হাজার ১৬২ জনে।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

বঙ্গবাণীডটকম/এমএস

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত