ঢাকা, ২২ নভেম্বর, ২০২৪ | অগ্রাহায়ণ ৮ ১৪৩১
ঢাকা, ২২ নভেম্বর, ২০২৪       
Shruhid Tea

বৈরুতে ফের ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক বঙ্গবাণী

প্রকাশিত: ১৮:১৭, ১০ অক্টোবর ২০২০

বৈরুতে ফের ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৪

ছবি-সংগৃহীত

ফের ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছে লেবাননের রাজধানী বৈরুত। শুক্রবার সেখানে একটি জ্বালানি ট্যাঙ্ক বিস্ফোরণ অন্তত চারজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, তারিক-আল-জাদিদ জেলায় ট্যাংকে আগুন লাগার পরে এই বিস্ফোরণ ঘটে।

টিভির ফুটেজে দেখা গেছে, ওই অঞ্চলের সরু রাস্তায় আগুনের শিখা ছড়িয়েছে। জ্বালানি ট্যাংকে আগুন লাগার কোনো কারণ জানা যায়নি। আগুন লাগার পর উদ্ধার অভিযান শুরু হয়। বিস্ফোরণের পরপরই ওই অঞ্চলে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গত আগস্ট মাসে বৈরুতে বন্দর এলাকায় বিস্ফোরণে ২০৩ জন নিহত হয়েছিল। দেশটির কর্মকর্তারা জানান, কোনো নিরাপত্তাব্যবস্থা ছাড়াই বিপুল পরিমাণ রাসায়নিক পদার্থ নিয়ে বছরের পর বছর ওই বন্দরে ভেড়ানো একটি রুশ জাহাজই এই বিস্ফোরণের কারণ।

আগুন ও বিস্ফোরণের কারণে সৃষ্ট মারাত্মক আর্থিক সংকট ও করোনা মহামারি দেশটিতে ব্যাপক জন অসন্তোষ সৃষ্টি করেছে। শুক্রবারের বিস্ফোরণের পর আগুন থেকে ভবনে আটকে পরা মানুষদের উদ্ধারে মই ব্যবহার করেন উদ্ধারকর্মীরা। প্রত্যক্ষদর্শী এক নারী বলেন, বিস্ফোরণের শব্দে ঘরবাড়ি কেঁপে ওঠে। এতে সবাই আতঙ্কে চিৎকার শুরু করে।

বঙ্গবাণী/এমএস

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত