ঢাকা, ০৩ ডিসেম্বর, ২০২৪ | অগ্রাহায়ণ ১৯ ১৪৩১
ঢাকা, ০৩ ডিসেম্বর, ২০২৪       
Shruhid Tea

ব্যস্ততা বেড়েছে সানজিদা আনিকার

বিনোদন প্রতিবেদক বঙ্গবাণী

প্রকাশিত: ১৯:১৫, ১৫ ডিসেম্বর ২০২০

ব্যস্ততা বেড়েছে সানজিদা আনিকার

সানজিদা ইসলাম আনিকা

এই সময়ের মেধাবী এই অভিনেত্রী সানজিদা ইসলাম আনিকা। পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামূলের ‘কাগজের ফুল’, বিকে আকাশের ‘ক্যাট হাউজ’ নামে এনটিভিতে দুটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন করছেন। 

এছাড়া দীপ্ত টিভিতে প্রচার হয়েছে তাঁর অভিনীত ধারাবাহিক নাটক ‘মান অভিমান’,এটি পরিচালনা করছেন আশীষ রায়। সামনে আরও বেশকিছু নাটকে অভিনয় করেছেন তিনি। 

সানজিদা ইসলাম আনিকা বলেন, ধারাবাহিক ও খন্ড বেশকিছু নাটকে অভিনয় করছি। এরমধ্যে লিপি আইচের পরিচালনায় সজল ভাইয়ের বিপরীতে ‘মালিহার একদিন’, অন্জন আইচের পরিচালনায় ‘বোতল বন্দী’, ‘একটু বেশি গোলমাল’, হারুণ রুশোর পরিচালনায় ‘জুতা খোলা নিষেধ’সহ বেশকিছু খন্ড নাটকে কাজ করছি। ভালো মানের ও ভালো চরিত্রের বেশকিছু নাটকে কাজ করতে চাই।

বঙ্গবাণী/এমএস

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত