ঢাকা, ০৩ ডিসেম্বর, ২০২৪ | অগ্রাহায়ণ ১৯ ১৪৩১
ঢাকা, ০৩ ডিসেম্বর, ২০২৪       
Shruhid Tea

ব্যাটারি নির্মাণকেন্দ্রে ভয়াবহ আগুন, নিহত ২০

বঙ্গবাণী

প্রকাশিত: ১৫:৪৮, ২৪ জুন ২০২৪

ব্যাটারি নির্মাণকেন্দ্রে ভয়াবহ আগুন, নিহত ২০

ছবি-সংগৃহীত

দক্ষিণ কোরিয়ায় একটি লিথিয়াম ব্যাটারি নির্মাণকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় এই ঘটনা ঘটে। কারখানাটি রাজধানী সিউলের দক্ষিণে হোয়াসিয়ং অঞ্চলে অবস্থিত। এটি ব্যাটারি নির্মাতা প্রতিষ্ঠান অ্যারিসেল পরিচালনা করে।

স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মকর্তা কিম জিন ইয়ং বলেন, কারখানার একটি গুদামের ভেতরের একটি ব্যাটারি সেলে সিরিজ বিস্ফোরণে এই আগুনের সূত্রপাত হয়। এই গুদামে প্রায় ৩৫ হাজার ব্যাটারি ছিল। দমকলকর্মীরা সাইটে সবচেয়ে বড় আগুন নিভিয়েছে। অগ্নিকাণ্ডের পর কারখানার ভেতরে প্রায় ২০টি মৃতদেহ পাওয়া গেছে।

দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম জানিয়েছে, আগুনের সূত্রপাতের সময় কারখানাটিতে প্রায় ৬৭ জন কর্মচারী কাজ করছিলেন। আগুন লাগার কারণ সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

বঙ্গবাণীডটকম/এমএস

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত