ঢাকা, ২১ নভেম্বর, ২০২৪ | অগ্রাহায়ণ ৭ ১৪৩১
ঢাকা, ২১ নভেম্বর, ২০২৪       
Shruhid Tea

নারী চ্যাম্পিয়নশিপ

ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

খেলা প্রতিবেদক বঙ্গবাণী

প্রকাশিত: ১৮:৫০, ৫ মার্চ ২০২৪

ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ছবি-সংগৃহীত

ভারতকে হারিয়ে ফাইনালে পা দিয়েছে বাংলাদেশ। সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপে মঙ্গলবার (৫ মার্চ) নেপালের আনফা কমপ্লেক্সে ভারতকে ৩-১ গোলে হারায় লাল সবুজের নারীরা। নেপাল ও ভারতের মধ্যকার জয়ী দল ১০ মার্চ বাংলাদেশের সঙ্গী হবে ফাইনালে।

অনূর্ধ্ব-১৬ নারী সাফ অভিযানটা দুর্দান্ত দেখিয়েছে লাল সবুজের মেয়েরা। সুরভীর জোড়া গোলে নেপালকে হারিয়ে ফাইনালে এক পা দিয়েই রেখেছিল জয়িতারা। এবার দ্বিতীয় ম্যাচে ভারতকে হারিয়ে ফাইনালের টিকিট কেটল বাংলাদেশের নারী দল। নেপাল ও ভারতের মধ্যকার জয়ী দল ১০ মার্চ বাংলাদেশের সঙ্গী হবে ফাইনালে। আর ড্র হলে অন্য হিসেব।

ম্যাচের প্রথমার্ধে আলফি আক্তারের গোলে ভারতের বিপক্ষে লিড নেয় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে অবশ্য একের পর এক আক্রমণে বাংলাদেশকে কোণঠাসা করে ফেলে ভারত। এর সুবাদে ম্যাচের ৫৪ মিনিটে গোলও পেয়ে যায় ভারত। ডি-বক্সের ডান প্রান্তের কোণা থেকে ভারতের ফরোয়ার্ড আনুষ্কা কুমারীর শট বাংলাদেশের জালে জড়ায়।

ম্যাচে সমতা আনার পর ভারত লিড নেয়ার চেষ্টা করে। তবে ম্যাচের ৮০ মিনিটে প্রীতি ভারতীয় দুই ডিফেন্ডারকে পেছনে ফেলে দুরন্ত গতিতে বক্সে ঢুকে অসাধারণভাবে এক গোল করেন। আর নির্ধারিত সময়ের শেষ মিনিটে অধিনায়ক অর্পিতা বিশ্বাস জটলার মধ্যে আরেকটি গোল করলে বাংলাদেশ ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।

গত মাসে সাফের অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ ও ভারত ম্যাচে অনেক নাটকীয়তা হয়েছিল। নির্ধারিত সময় ১-১ হওয়ার পর সরাসরি টাইব্রেকারে গড়ায় খেলা। টাইব্রেকারে দুই দলই ১১টি সমান গোল করেন। এরপর আকস্মিকভাবে লঙ্কান ম্যাচ কমিশনার টস করেন। এতে বাংলাদেশ হারলে আপত্তি করে। পরবর্তীতে দুই দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

বঙ্গবাণীডটকম/এমএস

খেলা বিভাগের সর্বাধিক পঠিত