ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৪ | অগ্রাহায়ণ ৯ ১৪৩১
ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৪       
Shruhid Tea

মিছিল থেকে যুবদলের সভাপতি-সম্পাদকসহ গ্রেফতার ৯

ফরিদপুর প্রতিনিধি বঙ্গবাণী

প্রকাশিত: ১৩:৪২, ১৮ নভেম্বর ২০২০

মিছিল থেকে যুবদলের সভাপতি-সম্পাদকসহ গ্রেফতার ৯

ছবি-সংগৃহীত

উপনির্বাচনের দিন ঢাকায় বাস পোড়ানোর অভিযোগে জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকুসহ যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে গতকাল সারা দেশে জাতীয়তাবাদী যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বিএনপি ও যুবদল নেতাদের বিরুদ্ধে সরকারের ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।

ফরিদপুরে যুবদলের কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচি পালনের সময় জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনসহ ৯ জনকে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার বেলা ১১টার দিকে শহরের মুজিব সড়কে জেলা কারাগারের সামনে থেকে তাদের আটক করে ডিবি ও থানা পুলিশ। সন্ধ্যায় তাদের জননিরাপত্তা আইনের মামলার আসামি হিসেবে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

আটককৃত অন্যরা হলেন, জেলা যুবদলের সম্পাদক ইব্রাহিম মাহমুদ ইকু, সহ-সম্পাদক রাজিব মোল্যা, আলী আহমেদ, ওমর ফারুক, মো: ফয়সাল সরদার, জাকির হোসেন ও ছাত্রদল নেতা মাইদুল ইসলাম স্মরণ।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা ও সিরাজগঞ্জে ভোট কারচুপির প্রতিবাদে যুবদলের ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের কোর্ট চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় জেলা যুবদলের উদ্যোগে। মিছিলটি মুজিব সড়কে প্রদক্ষিণ করে জেলা কারাগারের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশ শেষ হওয়ার পরপরই তাদের আটক করা হয়।

এ ব্যাপারে কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদ আলম বলেন, আসন্ন পৌরসভা নির্বাচন বানচালের উদ্দেশে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাজপথে নেমে যানবাহন ভাঙচুর ও আতঙ্ক সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছিল। পুলিশ তাদের বারবার অনুরোধ করা সত্ত্বেও তারা নিবৃত্ত হয়নি। এ কারণে জননিরাপত্তা আইনে তাদের আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।

বঙ্গবাণী/এমএস

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত