ঢাকা, ২২ নভেম্বর, ২০২৪ | অগ্রাহায়ণ ৮ ১৪৩১
ঢাকা, ২২ নভেম্বর, ২০২৪       
Shruhid Tea

মুদি দোকানই যেন ফার্মেসি, প্রেসক্রিপশন ছাড়াই বিক্রি হচ্ছে ওষুধ

টাঙ্গাইল প্রতিনিধি বঙ্গবাণী

প্রকাশিত: ০৯:০৮, ১২ অক্টোবর ২০২০

মুদি দোকানই যেন ফার্মেসি, প্রেসক্রিপশন ছাড়াই বিক্রি হচ্ছে ওষুধ

মুদি দোকানই পরিণত হয়েছে ফার্মেসি। চাল-ডাল ও নিত্যপণ্যের পাশাপাশি প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ কিনতে পাওয়া যায় এসব দোকানে। বারবার চেষ্টার পরও দমানো যাচ্ছে না অবৈধভাবে ওষুধ বিক্রি। বিশেষ করে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় অধিকাংশ গ্রাম কিংবা মহল্লার দোকানগুলোতে এ ব্যবসা দিনদিন বাড়ছে।

সরেজমিনে দেখা গেছে, ঘাটাইলের ইউপি ও পৌরসভায় প্রায় দুই হাজার ফার্মেসি রয়েছে। তবু অ্যান্টিবায়োটিক, জন্মনিয়ন্ত্রক ট্যাবলেট, স্যানিটারি ন্যাপকিন, যৌন উত্তেজক ট্যাবলেটসহ বিভিন্ন জীবন রক্ষাকারী দামি ওষুধ বিক্রি হচ্ছে মুদি দোকানে। অথচ অধিকাংশ মুদি দোকানির এসব ওষুধ সম্পর্কে কোনো জ্ঞান কিংবা প্রশিক্ষণ নেই।

শুধু মুদি দোকানই নয়, এসব ওষুধ বিক্রি হয় এলাকার চা কিংবা পানের দোকানেও। কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে দেদারসে এসব ওষুধ বিক্রি করছে দোকানিরা। প্রেসক্রিপশন নেই, তাই দামও দিতে হয় কয়েকগুণ বেশি।

ঘাটাইল উপজেলা ড্রাগ অ্যান্ড কেমিস্ট সমিতির সভাপতি শফিকুল ইসলাম বলেন, আমরা অনেকবার চেষ্টা করেও অবৈধভাবে ওষুধ বিক্রি প্রতিরোধ করতে পারছি না। মূলত ওষুধ ব্যবসায়ীদের মধ্যে ঐক্য না থাকায় এমনটা হচ্ছে। সমিতির জেলা পর্যায়ের নেতাদের সঙ্গে পরামর্শ করে এ সমস্যার সমাধান করা হবে। এছাড়া অবৈধভাবে ওষুধ বিক্রি প্রতিরোধে দ্রুত পদক্ষেপ নিতে প্রশাসনকেও লিখিত জানানো হবে।

বঙ্গবাণী/এমএস

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত