ঢাকা, ২১ নভেম্বর, ২০২৪ | অগ্রাহায়ণ ৭ ১৪৩১
ঢাকা, ২১ নভেম্বর, ২০২৪       
Shruhid Tea

মোংলায় পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে গন টিকাদান কার্যক্রম শুরু

বাগেরহাট প্রতিনিধি বঙ্গবাণী

প্রকাশিত: ১৪:০৮, ৭ আগস্ট ২০২১

মোংলায় পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে গন টিকাদান কার্যক্রম শুরু

ছবি- বঙ্গবাণী

বাগেরহাটের মোংলা পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে কোভিট-১৯ এর রেজিষ্ট্রেশনসহ গণ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকাল থেকে উপজেলার ৬টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার, ৩ টি করে কেন্দ্রে এ টিকাদান কার্যক্রম শুরু হয়। মুষলধারে বৃস্টি আর দুর্যোগপুর্ণ আবহাওয়া উপেক্ষা করে সকাল থেকে প্রতিটি কেন্দ্রে থেকে টিকা গ্রহীতাদের ভীড় লক্ষ্য করা গেছে। 

প্রতিটি কেন্দ্রে নারী ও পুরুষের আলাদা আলাদা ৩ টি করে বুথের মাধ্যমে ৪ হাজার ২শ জনকে এ টিকা প্রদান করা হচ্ছে। প্রতিটি কেন্দ্রে জন্য এক জন পরির্দশক, ছয়জন করে টিকাদানকারী স্বাস্থ্যকর্মী ও নয়জন স্বেচ্ছোসেবক কাজ করছেন। প্রাথমিক পর্যায়ে ৪০ উর্ধ্বে বয়সের নারী-পুরুষদের আজ একদিনের জন্য এটি পরিক্ষামুলক ভাবে চলবে। পরবর্তীতে পুনরায় কবে নাগাদ টিকা দেয়া হবে তা মাইকিংয়ের মাধ্যমে জানিয়ে দেয়া হবে বলে জানায় মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জিবেতোষ বিশ্বাস। 

এদিকে সকাল ১১টার দিকে টিকাদান কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন উপজেলা নির্বার্হী কর্মকর্তা কমলেশ মজুমদার, সহকারী কমিশনার (ভুমি) নির্বাহী মেজিট্ট্রেট নয়ন কুমার রাজবংশী ও স্বাস্থ্য বিভাগের সরকারী কর্মকর্তা, টি এ ফারুক স্কুল এন্ড কলেজ’র অধ্যক্ষ আবু সাইদ খান, কাউন্সিলর এস এম কবির, পৌরসভার স্বাস্থ্য শাখার মোঃ বাদল সহ উপজেলা প্রশাসনের আরো অনেকে এসময় উপস্থিত ছিলেন। 

বঙ্গবাণীডটম/এমএস

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত