ঢাকা, ২১ নভেম্বর, ২০২৪ | অগ্রাহায়ণ ৭ ১৪৩১
ঢাকা, ২১ নভেম্বর, ২০২৪       
Shruhid Tea

যেভাবে উদ্ধার হলো ব্যাংকের ছিনতাই হওয়া ৯ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক বঙ্গবাণী

প্রকাশিত: ২০:৩২, ৯ মার্চ ২০২৩

যেভাবে উদ্ধার হলো ব্যাংকের ছিনতাই হওয়া ৯ কোটি টাকা

ছবি-সংগৃহীত

ঢাকার উত্তরা থেকে প্রকাশ্যে বেসরকারি ব্যাংক ডাচ বাংলা ব্যাংকের ছিনতাই হওয়া সোয়া ১১ কোটি টাকার মধ্যে প্রায় ৯ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ডিবি প্রধান মোহাম্মদ হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

হারুন-অর-রশীদ বলেন, ছিনতাই হওয়া টাকাভর্তি ৪টি ট্রাংকের মধ্যে ৩টি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় টাকা পরিবহনে নিয়োজিত মানি প্ল্যান লিংক সিকিউরিটিজ কোম্পানি লিমিটেডের দুইজন পরিচালক ও গাড়িচালকসহ সাতজনকে আটক করা হয়েছে। 

এদিকে প্রাথমিকভাবে এটিকে পরিকল্পিত ঘটনা বলছে ডিবি। ছিনতাইকারীরা অনেক আগে থেকে টাকা ছিনিয়ে নেয়ার পরিকল্পনা করছিল বলেও জানায় ডিবি।

রাজধানীর উত্তরার হোটেল লা মেরিডিয়ানের সামনে সাংবাদিকদের ডিবি প্রধান আরো বলেন, বৃহস্পতিবার সকালে গাড়িটি যাওয়ার পথে ছিনতাইকারীরা গাড়িটি গতিরোধ করে। টাকা বহন করা গাড়িতে ছয়জন লোক ছিল। ছিনতাইকারীরা ছয়জনকে মারপিট করে টাকার চারটি ট্রাংক নিয়ে গাড়িতে করে পালিয়ে যায়। চারটি ট্রাংকে ১১ কোটি ২০ লাখ টাকা ছিল।

পরবর্তীতে ডিবি পুলিশের টিম সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায়। এরপর ঢাকা শহরের বিভিন্ন জায়গায় টহল, থানা ও ডিবি পুলিশ টাকা উদ্ধার ও ছিনতাইকারীদের ধরতে কাজ শুরু করে। এক পর্যায়ে উত্তরা এলাকা থেকে পালানোর সময় তিনটি ট্রাংকসহ সাতজকে আটক করা হয়।

টাকা ছিনতাইয়ের ঘটনা পরিকল্পিত জানিয়ে ডিবি প্রধান বলেন, মানি প্ল্যান লিংক সিকিউরিটিজ কোম্পানি লিমিটেডের টাকা আনা-নেয়ার বিষয়টি ছিনতাইকারীরা অনেক দিন ধরে ফলো করছিল। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য ছিনতাইকারীদের হাতে কোনো অস্ত্র ছিল না।

তিনি আরো বলেন, এ ঘটনায় বেশ কয়েকজনের নাম পেয়েছি। মানি প্ল্যান লিংক সিকিউরিটিজ কোম্পানি লিমিটেডের দুইজন পরিচালসহ সাতজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানা যাবে।

বঙ্গবাণীডটকম/এমএস

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত