ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৪ | অগ্রাহায়ণ ১১ ১৪৩১
ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৪       
Shruhid Tea

রাষ্ট্রপতিকে নিয়ে ‘অসত্য বক্তব্য’, আতর আলী বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক বঙ্গবাণী

প্রকাশিত: ১৯:৪৪, ১৭ সেপ্টেম্বর ২০২০

রাষ্ট্রপতিকে নিয়ে ‘অসত্য বক্তব্য’, আতর আলী বরখাস্ত

জাতীয় সংসদ ও আতর আলী। ফাইল ছবি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে নিয়ে ‘অসত্য’ বক্তব্য দেয়ায়  সংসদ এলাকায় নিষিদ্ধ চতুর্থ শ্রেণির কর্মকর্তা সমিতির সাবেক এই সভাপতির মো. আতর আলীকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সংসদের চতুর্থ শ্রেণির কর্মকর্তা সমিতির সাবেক এই সভাপতির সংসদে যাওয়ার পরিচয়পত্রও জব্দ করা হয়েছে। এর আগে গত ১৩ সেপ্টেম্বর তাকে পরিচয়পত্র জমা দেয়ার জন্য চিঠি দেয়া হয়।

সংসদের ডেপুটি সার্জেন্ট অ্যাট আর্মস অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স) এস এম সিরাজুল হুদা তার পরিচয়পত্র জমা দেয়ার নির্দেশ দেন। এরপর নিষিদ্ধ আতর আলী লোক মারফত বুধবার পরিচয়পত্র জমা দেন।

প্রসঙ্গত; গত ১৭ অগাস্ট সংসদের শপথ কক্ষে জাতীয় শোক দিবসের আলোচনা অনুষ্ঠিত হয়। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ভার্চুয়ালি অনুষ্ঠানে অংশ নেন। কর্মচারীদের পক্ষ থেকে আতর আলী সেখানে তার বক্তব্যে বলেন, বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদ স্পিকার থাকার সময় ‘এ ধরনের অনুষ্ঠান হয়নি’।

সরকারি কর্মচারী হয়েও রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিকে নিয়ে ‘অসত্য’ বক্তব্য দেয়ায় আতর আলীকে প্রথমে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। পরে তাকে সংসদ এলাকায় নিষিদ্ধ করা হয়। গত ৬ সেপ্টেম্বর সংসদের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ খালেদুর রহমান স্বাক্ষরিত চিঠিতে কারণ দর্শানোর নোটিস দেয়া হয়।

বঙ্গবাণী/এমএস

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত