ঢাকা, ২২ নভেম্বর, ২০২৪ | অগ্রাহায়ণ ৮ ১৪৩১
ঢাকা, ২২ নভেম্বর, ২০২৪       
Shruhid Tea

লালনের তিরোধান দিবসের অনুষ্ঠান স্থগিত

কুষ্টিয়া প্রতিনিধি বঙ্গবাণী

প্রকাশিত: ১৪:৫৫, ৫ অক্টোবর ২০২০

লালনের তিরোধান দিবসের অনুষ্ঠান স্থগিত

কুষ্টিয়ার ছেওড়িয়ায় ফকির লালন সাঁইয়ের মাজার

কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩০তম তিরোধান দিবস উপলক্ষে অনুষ্ঠান পালন স্থগিত করা হয়েছে। করোনা পরিস্থিতির কারণে এ সিদ্ধান্ত নিয়েছে কুষ্টিয়ার লালন একাডেমি। আগামী ১ কার্তিক (১৭ অক্টোবর) এবারের এ আয়োজন হওয়ার কথা ছিল। রবিবার (৪ অক্টোবর) বিকালে কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান লালন একাডেমির সভাপতি ও জেলা প্রশাসক মো. আসলাম হোসেন।

সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক আসলাম হোসেন বলেন, ‘কুষ্টিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৭১ জন মৃত্যুবরণ করেছেন এবং বিপুলসংখ্যক মানুষ আক্রান্ত অবস্থায় আছেন। আশঙ্কা করা হচ্ছে, বড় ধরনের গণজমায়েত হলে করোনা পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করবে। পরিস্থিতি বিবেচনায় লালনের মাজার প্রাঙ্গণে প্রতি বছরের মতো এ বছর তিরোধান দিবস পালন করা সম্ভব নয়।’

এ সময় উপস্থিত ছিলেন– জেলা পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুৎফুন নাহার এবং লালন একাডেমির সদস্য সচিব ও এনডিসি তাইফুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, ১২৯৭ বঙ্গাব্দের পয়লা কার্তিক উপমহাদেশের প্রখ্যাত সাধক ফকির লালন সাঁইয়ের জীবনাবসান হয়। তার স্মরণে দিনটিতে লালন একাডেমি ও জেলা প্রশাসন এই আয়োজন আসছে। 

বঙ্গবাণী/এমএস

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত