‘লিখতে ভালোবাসি অমর নায়ক সালমান শাহ কে নিয়ে’
প্রকাশিত: ১৬:৪৪, ১০ ডিসেম্বর ২০২৩
ইমরুল হক ইমন আকাশ
দীর্ এক দশক ধরে সুহৃদ মডেল ফেয়ার যেসব নবীন মডেলদের প্রমোট করে আসছে ইমরুল হক ইমন আকাশ তাদের মধ্যে অন্যতম। ১১ ডিসেম্বর লেখক, গায়ক, মডেল ইমরুল হক ইমন আকাশের জন্মদিন! জন্মদিনে নিজের মিডিয়ায় পথচলা সহ নানা বিষয় নিয়ে কথা বলেছেন বঙ্গবাণীর সঙ্গে...
আপনার মিডিয়া জীবনের শুরুর গল্প শুনতে চাই
শুরুটা সেই ১৯৯৮ সাল থেকে। চিত্রালীতে নতুন মুখের মাধ্যেমে। এরপর ২০১৫ সালে সুহৃদ ও সৈকত ইসলাম দাদার হাত ধরে বিভিন্ন ফ্যাশন হাউজের কাজ শুরু করি। বিহঙ্গ, সুহৃদ, টি শার্ট প্লাস, স্টাইল স্মার্ট বি ডি, ইমিসে, ইমপেরর, রিয়ালম্যান, লাইফ স্টাইল। ২০১৭ সালে মডেল হয়েছিলাম জনপ্রিয় ম্যাগাজিন বিনোদন ভুবনে।
গান নিয়ে কতটুকু এগোলেন?
গান করি মূলত শখের বশে। দেশ বরেণ্য গীতিকার শ্রদ্ধেয় মিল্টন খন্দকার স্যারের কাছে আমার গানের অনুপ্রেরণা। ২০১৩ সালে আমার লেখা প্রথম অডিও গান ‘আমায় তুমি’। যে গানে কণ্ঠ দেন মুগ্ধ। তারই সূত্র ধরে আমার গাওয়া প্রথম গান রিলিজ হয় ২০২২ সালে ভালোবাসা দিবসে 'হবো নাতো অন্য কারো'। এটি ডুয়েট গান। এ গানে আমার সহশিল্পীমুগ্ধ। অতঃপর ২০২২ সালের ৯ মার্চ রিলিজ হয় আমার গাওয়া দ্বিতীয় গান 'নিশি রাইতে পুকুর ঘাটে আইও'। এটি একক একক গান! এই গানটি লিখেছিলেন লিয়াকত আলী বিশ্বাস স্যার। ২০২৩ সালের ভালোবাসা দিবসে রিলিজ হয় আমার লেখা ও গাওয়া দ্বিতীয় গান ‘তোকে ছুঁই'। এছাড়া ২০২৩ সালে 'রঙিলা' শিরোনামে একটি মৌলিক ডুয়েট গান করেছি। সহশিল্পী ছিলেন চৈতি খান। গত সেপ্টেম্বর মাসে টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘দিন বদল অনুষ্ঠানে কাভার সং ‘আমার নায়ে পার হইতে লাগে ১৬ আনা’প্রচারিত হয়। এতে কণ্ঠ দিয়েছি আমি এবং রূপা রায়। এছাড়াও বিটিভিতে আমার ৩টি দলীয় সঙ্গীত প্রচারিত হয়েছে।
মিডিয়ার ভিজ্যুয়াল কাজ নিয়ে কিছু বলুন।
সামনে ভালোবাসা দিবসে সুহৃদ’র ব্যানারে আসছে ‘অচেনা মন’ শিরোনামে একটি মিউজিক ভিডিও। গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী পুলক অধিকারী। গানটি লিখেছেন সৈকত ইসলাম। আর সুর ও সংগীতায়োজন করেছেন এস আই খোকন। গানটির সব আয়োজন শেষ, শুধু শ্যুটিং’র অংশটুকু বাঁকী! এছাড়াও নতুন বছরে সুহৃদ’র ইউটিউব চ্যানেলের সাথে শর্ট ফিল্ম’র ব্যাপারে কথা চলছে!
আপনার লেখালেখির খবর বা বই বিষয়ে জানতে টাই
২০০৪ সালের অমর একুশে বইমেলায় ‘নীল নয়না’ নামের কবিতা সংকলন বইয়ে আমার লেখা প্রথম তিনটি কবিতা দিয়ে প্রকাশনার যাত্রায় শামিল হই! ২০১২ সালের অমর একুশে বইমেলায় আমার লেখা প্রথম পূর্ণাঙ্গ কাব্যগ্রন্থ ‘স্বপ্নের নায়ক’ বের হয়। দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘তিন পুরুষের গল্প’২০১৪ সালে প্রকাশিত হয়। ২০১৬ সালে প্রকাশিত হয় ৩য় বই ‘কবি এবং ছায়াছবি’। ‘কবি এবং ছায়াছবি’ মূলত খ্যাতিমানদের বায়োগ্রাফি! ২০১৮ সালে প্রকাশিত হয় চতুর্থ বই ‘কতো যে প্রেম’। অমর ২১ বই মেলায় ২০২০ সালে প্রকাশিত হয় ‘প্রণয় পত্র’ শিরোনামে একটি বই। ‘প্রণয় পত্র’ বইটি আমার লেখা পঞ্চম বই। এই বইটি চিঠি সংকলন। এ ছাড়াও লিখতে ভালোবাসি অমর নায়ক সালমান শাহ কে নিয়ে।
সম্প্রতি SATVর গল্প কথা অনুষ্ঠানে গিয়েছিলেন?
এ অনুষ্ঠানের প্রস্তাবনাটিও আমি পাই সুহৃদ মডেল ফেয়ারের মাধ্যমে। এ অনুষ্ঠানটি মূলত একজন মানুষের কাজ নিয়ে আলাপ হয়। অনুষ্ঠানের চুম্বক অংশের ভিডিওর লিংক : http://ww.facebook.com/tomtomexpress.bd/videos/3669106003325499/
বঙ্গবাণীডটকম/এমএস