ঢাকা, ১৫ জানুয়ারি, ২০২৫ | মাঘ ২ ১৪৩১
ঢাকা, ১৫ জানুয়ারি, ২০২৫       
Shruhid Tea

শিল্পী সমিতির চেয়ারে ইলিয়াস কাঞ্চন-নিপুণ

বিনোদন প্রতিবেদক বঙ্গবাণী

প্রকাশিত: ১৯:৩০, ৬ ফেব্রুয়ারি ২০২২

শিল্পী সমিতির চেয়ারে ইলিয়াস কাঞ্চন-নিপুণ

ইলিয়াস কাঞ্চন ও নিপুণ আক্তার

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি হিসেবে ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক নিপুণ আক্তার শপথ বাক্য পাঠ করেছেন। তাদের শপথ করান বিদায়ী সভাপতি মিশা সওদাগর। দায়িত্ব বুঝে নেওয়ার পর বর্তমান সভাপতি ইলিয়াস কাঞ্চন বিভিন্ন পদে নির্বাচিত অন্যান্য সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

রোববার বিকাল ৫টায় এফডিসিতে শপথের আয়োজন করা হয়।

উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ইলিয়াস কাঞ্চনকে সভাপতি এবং জায়েদ খানকে সাধারণ সম্পাদক পদে বিজয়ী ঘোষণা করা হলেও নিপুণের আপিলে ফল বদলে যায়।

জায়েদ খানের বিরুদ্ধে ভোট কেনার অভিযোগ প্রমাণিত হওয়ায় তার প্রার্থিতা বাতিল করে নির্বাচনী আপিল বোর্ড।

বঙ্গবাণীডটকম/এমএস

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত