শিল্প-কারখানা খোলার খবরে ঢাকামুখী মানুষের ঢল
প্রকাশিত: ১৮:৩৩, ৩১ জুলাই ২০২১
ছবি-সংগৃহীত
মহামারী করোনা নিয়ন্ত্রণে আরোপিত চলমান কঠোর বিধিনিষেধের মধ্যেই ১ আগস্ট থেকে রফতানিমুখী শিল্প-কারখানা খুলে দেওয়ার খবরে নিজ বাড়িতে যাওয়া শ্রমিকেরা রাজধানীতে ফিরছেন। বিধিনিষেধের তোয়াক্কা না করে শনিবার ভোর থেকেই দৌলতদিয়া-পাটুরিয়া ও বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে দেখা গেছে ঢাকামুখী যাত্রীদের ঢল।
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে আসা যাত্রীরা রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে পৌঁছেছেন হেঁটে, অটোরিকশায় কিংবা মাহেন্দ্রতে চড়ে। যাত্রীবোঝাই ফেরি ছেড়েছে এ ঘাট থেকে। ঢাকা-আরিচা মহাসড়কেও ছিল ঢাকামুখী যাত্রী, ব্যক্তিগত ও ছোটগাড়ির চাপ। যানবাহন পরিবর্তন করে, পণ্যবাহী যানের ছাদে করে বা হেঁটে তাদের ঢাকার পথে রওনা দিতে দেখা গেছে।
বিআইডব্লিউটিসির আরিচা আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম জিল্লুর রহমান বলেন, জরুরি পণ্যবাহী ট্রাক পারাপার করার জন্য সীমিত আকারে ফেরি সার্ভিস চালু রাখার নির্দেশনা রয়েছে। এর মধ্যে যাত্রী উঠে গেলে আমাদের কি করার আছে। মানবিক কারণে জরুরি পণ্যবাহী ট্রাকের সঙ্গে এসব যাত্রীরা পারাপার হচ্ছে।
গত শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে রফতানিমুখী শিল্প খুলে দেওয়ার সিদ্ধান্ত জানায় সরকার। এতে বলা হয়, সার্বিক পরিস্থিতি বিবেচনায় আগামী ১ আগস্ট সকাল ৬টা থেকে রফতানিমুখী সব শিল্প ও কলকারখানা আরোপিত বিধি-নিষেধের আওতাবহির্ভূত রাখা হলো।
গত ১৩ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব রেজাউল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ঈদের একদিন পর অর্থাৎ ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ১৪ দিনের টানা কঠোর বিধি-নিষেধ বা লকডাউনের ঘোষণা দেয় সরকার। যা এখনো বলবৎ রয়েছে।
বঙ্গবাণীডটকম/এমএস
- সারাদেশে সাতদিন লকডাউন
- ইউএনও ওয়াহিদা ওএসডি, স্বামী স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব
- গান্ধী শান্তি পুরস্কারে ভূষিত বঙ্গবন্ধু
- টিকা ছাড়া বের হলে শাস্তির খবর ঠিক নয়
- বাংলাদেশের ৮০ শতাংশ বিবাহিত পুরুষ স্ত্রীর ‘নির্যাতনের শিকার’
- মহান বিজয় দিবস আজ
- গণপরিবহন ও বিনোদন কেন্দ্রর বিষয়ে নতুন প্রজ্ঞাপন
- ২০২১ সালের ছুটির তালিকা প্রকাশ
- ব্যারিস্টার রফিক-উল হক মারা গেছেন
- আজ শহীদ বুদ্ধিজীবী দিবস
- পদ্মা সেতুর রেল সংযোগ লাইনে ত্রুটি
- ১১ দফা দাবিতে সারাদেশে চলছে অনির্দিষ্টকালের নৌ-ধর্মঘট
- সোমবার থেকে সব গণপরিবহন বন্ধ
- একদিনে ২২ জনের মৃত্যু
- আল্লামা আহমদ শফী মারা গেছেন