ঢাকা, ০২ মে, ২০২৫ | বৈশাখ ১৯ ১৪৩২
ঢাকা, ০২ মে, ২০২৫       
Shruhid Tea

সচেতনতার গল্প নিয়ে তমা মির্জার ‘আনন্দী

বিনোদন প্রতিবেদক বঙ্গবাণী

প্রকাশিত: ২০:২১, ২২ মার্চ ২০২১

সচেতনতার গল্প নিয়ে তমা মির্জার ‘আনন্দী

তমা মির্জা

শিশু পাচারের গল্পে নির্মিত হচ্ছে ওয়েব ফিল্ম ‘আনন্দী’। এতে জুটি বেঁধেছেন রোশান ও তমা মির্জা। সৈয়দ জিয়া উদ্দিন এর রচনায় ওয়েব ফিল্মটি যৌথ ভাবে পরিচালনা করছেন মাসুদ মহিউদ্দিন ও মাহমুদ হাসান শিকদার। রবিবার থেকে ওয়েব ফিল্মটির দৃশ্যধারণ শুরু হয়েছে।

ওয়েব ফিল্মটি বিষয়ে তমা মির্জা বলেন, ‘প্রতিটি অভিনয়শিল্পীর পছন্দের কিছু গল্প থাকে, যা সে ধারণ করে। যে গল্প সমাজের খারাপ দিক পরিবর্তনে সহায়তা করে। আনন্দী ওয়েব ফিল্মটি তেমনি একটি গল্পে নির্মিত হচ্ছে। এখানে আমাকে একটি চ্যালেঞ্জিং চরিত্রে দেখবেন।

তিনি আরো বলেন, কাজটির মাধ্যমে যদি বিন্দুমাত্র সচেতনতা তৈরি করতে পারি তবে নিজেকে সার্থক বলে মনে করবো।’

প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত এই ওয়েব ফিল্মটিতে তমা মির্জা ছাড়া আরো অভিনয় করছেন জিয়াউল রোশান, সুষমা সরকার, এ কে আজাদ সেতু প্রমুখ।

বঙ্গবাণী/এমএস

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত