ঢাকা, ২১ নভেম্বর, ২০২৪ | অগ্রাহায়ণ ৭ ১৪৩১
ঢাকা, ২১ নভেম্বর, ২০২৪       
Shruhid Tea

ভুল চিকিৎসা

সন্তানের মৃত্যুর ৯ দিন পর মা আঁখিও না ফেরার দেশে

নিজস্ব প্রতিবেদক বঙ্গবাণী

প্রকাশিত: ১৯:০৬, ১৮ জুন ২০২৩

সন্তানের মৃত্যুর ৯ দিন পর মা আঁখিও না ফেরার দেশে

ছবি-সংগৃহীত

সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর পর এবার না ফেরার দেশে চলে গেলেন লাইফ সাপোর্টে থাকা মা মাহবুবা রহমান আঁখি। রোববার দুপুরে তার মৃত্যু হয়। ফেসবুকে এ হাসপাতালের গাইনি চিকিৎসক ডা. সংযুক্তা সাহার নরমাল ডেলিভারি সংক্রান্ত ভিডিও ও পরামর্শ দেখে উদ্বুদ্ধ হয়েছিলেন তিনি। 

শনিবার আঁখির স্বামী ইয়াকুব আলী জানিয়েছিলেন, তার শরীরিক অবস্থার আরো অবনতি হয়েছে। সারা শরীরে ফোসকা পড়ে গেছে। শরীর সম্পূর্ণ কালো হয়ে গেছে। ডায়ালাইসিসে কোনো কাজ হচ্ছে না। প্রস্রাব বন্ধ হয়ে গেছে। এখনো জ্ঞান ফেরেনি।

ফেসবুকে রাজধানীর গ্রিন রোডের সেন্ট্রাল হাসপাতালের গাইনি চিকিৎসক ডা. সংযুক্তা সাহার নরমাল ডেলিভারি সংক্রান্ত ভিডিও ও পরামর্শ দেখে উদ্বুদ্ধ হয়েছিলেন তিনি। সেই চাওয়া অনুযায়ী ব্যবস্থা নেন তার স্বামী ইয়াকুব আলী। আর সেটাই যেন কাল হলো তার জন্য। জন্মের সময়ই মারা যায় নবজাতক, আর ৯ দিন পর মৃত্যু হয় মা আঁখির।

গত ৯ জুন প্রসব বেদনা শুরু হয় আঁখির। রাতেই ডেলিভারির জন্য ডা. সংযুক্তা সাহার অধীনে প্রসূতি আঁখিকে সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করালে সংযুক্তার পরিবর্তে ডেলিভারি করতে যান ডা. মিলি। তিনি আঁখির পেট কাটতে গিয়ে মূত্রনালি ও মলদ্বার কেটে ফেলেন। সঙ্গে সঙ্গে প্রচণ্ড রক্তক্ষরণ হয়ে রোগী জ্ঞান হারিয়ে ফেলেন। অজ্ঞান অবস্থায় সিজার করে বাচ্চা বের করার পর বাচ্চার হার্টবিট কমে গেলে তাকে আইসিইউতে নেয়া হয়। কিছুক্ষণ পর হাসপাতাল কর্তৃপক্ষ নবজাতককে মৃত ঘোষণা করে।

এ ঘটনায় বুধবার ধানমন্ডি থানায় সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে মামলা করেন ইয়াকুব আলী। এ মামলার আসামিরা হলেন- সেন্ট্রাল হাসপাতালের ডা. মুনা সাহা, ডা. শাহজাদী মুস্তার্শিদা সুলতানা, অধ্যাপক ডা. সংযুক্তা সাহার সহকারী মো. জমির, ডা. এহসান, ডা. মিলি ও সেন্ট্রাল হাসপাতালের ম্যানেজার পারভেজসহ অজ্ঞাত ৫-৬ জন।

ঐ দিনই ডা. মুনা সাহা ও ডা. শাহজাদী মুস্তার্শিদা সুলতানাকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার গ্রেফতারকৃতদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

বঙ্গবাণীডটকম/এমএস

স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত