সালমান খানকে ৩০ এপ্রিল হত্যা করা হবে!
প্রকাশিত: ২০:৪০, ১১ এপ্রিল ২০২৩
সালমান খান
বলিউড সুপারস্টার সালমান খানকে লাগাতার হত্যার হুমকি দেওয়া হচ্ছে। সেই হুমকির পর নিজের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরাল করেছেন। সম্প্রতি ‘নিশান পেট্রোল এসইউভি’ নামের মাল্টি-স্পেশ্যালিটি বুলেটপ্রুফ গাড়িতে তাকে যাতায়াত করতে দেখা যাচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
এবার তারিখ উল্লেখ করে সালমান খানকে হত্যার হুমকি দিয়েছেন ‘রকি ভাই’ পরিচয় দেওয়া এক ব্যক্তি। গতকাল সোমবার রাতে মুম্বাই পুলিশের কন্ট্রোল রুমে ফোন করে এই হুমকি দেওয়া হয়।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআই’র বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানায়, হুমকি দেওয়া ওই ব্যক্তি রাজস্থানের যোধপুর শহরের বাসিন্দা। তিনি স্বঘোষিত গোরক্ষক। আগামী ৩০ এপ্রিল সালমান খানকে খুন করা হবে—এমন হুমকি দিয়েছেন ওই গোরক্ষক।
এএনআইকে মুম্বাই পুলিশ জানায়, গতকাল পুলিশ কন্ট্রোল রুমে একটি ফোন আসে। নিজেকে রাজস্থানের যোধপুরের ‘রকি ভাই’ বলে পরিচয় দেওয়া এক ব্যক্তি সালমান খানকে ৩০ এপ্রিল হত্যা করবেন বলে হুমকি দেন। বিস্তারিত তদন্ত করছে পুলিশ। এর আগে ইমেইলে সালমান খানকে হত্যার হুমকি দিয়েছিলেন লরেন্স বিষ্ণোই। পরে তাকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ।
প্রতিবেদনে বলা হয়, লাগাতার হুমকি পেয়ে সালমানের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তার পরিবারের সদস্য ও প্রিয়জনরা। তবে পুলিশের ওপর আস্থা রয়েছে খান পরিবারের। তাই সালমানের প্রতিদিনের কর্মসূচিতে বদলি পুলিশ আনা হচ্ছে।
১৯৯৮ সালে সালমান খানের ওপর যোদপুরে শুটিং চলাকালীন দুটি কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ ওঠে। ওই সময় থেকে বিষ্ণোই সম্প্রদায়ের চক্ষুশূল ভাইজান। এর আগে বেশ কয়েকবার তাকে হত্যার ছক কষেছে লরেন্স বিষ্ণোই। ২০১৮ সালে প্রকাশ্যে তিনি বলেন, ‘যোদপুরে সালমান খানকে আমরা হত্যা করব।’
বঙ্গবাণীডটকম/এমএস
- যেভাবে হলো নিলয়-হৃদি’র প্রেম বিয়ে
- করোনায় আক্রান্ত রিয়াজ
- চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহান, মহাসচিব শাহীন
- জাজ’র ‘জ্বীন’ একা দেখলেই পাবেন ১ লাখ টাকা
- বিয়ে করেছি, চুরি, ডাকাতি, খুন, ধর্ষন তো আর করি নাই : নিলয়
- ব্যস্ততা বেড়েছে সানজিদা আনিকার
- বিনা কর্তনে ছাড়পত্র পেলো ‘স্বপ্নে দেখা রাজকন্যা’
- সচেতনতার গল্প নিয়ে তমা মির্জার ‘আনন্দী
- গাইবান্ধায় ‘লালজমিন’র ২৫০তম মঞ্চায়ন বুধবার
- ঈদে আসাদের ৬ পর্বের ধারাবাহিক ‘তুমি আমার মনের মানুষ’
- পিয়ার পরিবারে আসছে নতুন অতিথি
- আমি নিরুপায় হয়ে এই মামলার সিদ্ধান্ত নিয়েছি: নায়িকা তমা মির্জা
- আইসিইউতে কাজী হায়াৎ, অবস্থার উন্নতি হচ্ছে না
- হাতি নয়, স্বামীকে মুরগি কিনে দিতে বললেন পিয়া
- আজ থেকে নাগরিক টিভিতে ‘চাঁদের হাট’