ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৪ | অগ্রাহায়ণ ৯ ১৪৩১
ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৪       
Shruhid Tea

সালিশে বিয়ে করলেন চেয়ারম্যান, পরদিনই তুলে দিলেন প্রেমিকের হাতে

পটুয়াখালী প্রতিনিধি  বঙ্গবাণী

প্রকাশিত: ১৫:৫৫, ২৭ জুন ২০২১

সালিশে বিয়ে করলেন চেয়ারম্যান, পরদিনই তুলে দিলেন প্রেমিকের হাতে

চেয়ারম্যান শাহীন হাওলাদার ও ভুক্তভোগী কিশোরী

প্রেমের সালিশ করতে গিয়ে প্রেমিকা নাজনীনকে নিজেই বিয়ে করে ফেললেন চেয়ারম্যান। প্রেমিকার বিয়ের খবর শুনে বিষপান করেন প্রেমিক। অবশেষে প্রেমিকাকে প্রেমিকের হাতে তুলে দিলেন সেই চেয়ারম্যান।

নাটকীয় এ ঘটনাটি ঘটেছে পটুয়াখালীর বাউফলের কনকদিয়া ইউনিয়নের নারায়ণপাশা গ্রামে। শনিবার রাত সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে। নাজনীন একই গ্রামের নজরুল ইসলামের মেয়ে।

জানা গেছে, বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নের নারায়ণপাশা গ্রামের রমজানের সঙ্গে নাজনীনের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু এ সম্পর্ক মেনে নিতে পারেননি নাজনিনের বাবা নজরুল ইসলাম। তিনি বিষয়টি কনকদিয়া ইউনিয়নের চেয়ারম্যান শাহীন হাওলাদারকে জানান।

এ নিয়ে শুক্রবার ইউনিয়ন পরিষদে সালিশ বসানো হয়। সালিশে নাজনীনকে দেখে পছন্দ হয়ে যায় চেয়ারম্যানের। তিনি বিয়ের প্রস্তাব দিলে রাজি হয়ে যান তার বাবা। পরে বাদ জুমা পাঁচ লাখ টাকা কাবিনে তাকে বিয়ে করেন শাহীন চেয়ারম্যান। এটি তার দ্বিতীয় বিয়ে ছিল।

এদিকে প্রেমিকার বিয়ের খবর পেয়ে বিষপানে আত্মহত্যার চেষ্টা চালান রমজান। পরে তাকে উদ্ধার করে শুক্রবার রাত ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন চৌকিদার মো. ফিরোজ আলম। সেখান থেকে সুস্থ হয়ে চেয়ারম্যান শাহীন হাওলাদারের কাছে গিয়ে প্রেমিকাকে ফিরিয়ে দিতে বলেন রমজান। এ সময় নববধূকে প্রেমিকের সঙ্গে যেতে রাজি কিনা জানতে চান শাহীন হাওলাদার। এতে সম্মতি জানান নাজনীন।

অপরদিকে ছেলে ও আত্মীয়-স্বজনের চাপে নিজের জিম্মিদশা থেকে নাজনীনকে মুক্তি দিতে রাজি হন চেয়ারম্যান শাহিন হাওলাদার। পরে শনিবার রাত সোয়া ১১ টার দিকে কাজি ডাকা হয়। এরপর নতুন বিয়ে করা স্ত্রীর কাছ থেকে তালাকনামায় স্বাক্ষর নেন। পরে তাকে অভিভাবকদের হাতে তুলে দেন। অভিভাবকরা নাজনীনকে প্রেমিক রমজানের হাতে তুলে দেন।

বঙ্গবাণীডটকম/এমএস

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত