ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৪ | অগ্রাহায়ণ ৯ ১৪৩১
ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৪       
Shruhid Tea

সিনিয়র সাংবাদিক মুশফিকুর রহমান ঝান্ডার ইন্তেকাল

ফরিদপুর প্রতিনিধি বঙ্গবাণী

প্রকাশিত: ১৪:২২, ২৪ জুলাই ২০২১

সিনিয়র সাংবাদিক মুশফিকুর রহমান ঝান্ডার ইন্তেকাল

মুশফিকুর রহমান ঝান্ডা

সাপ্তাহিক ফরিদপুর বাণী পত্রিকার সম্পাদক, দৈনিক অর্থনীতি পত্রিকার সাবেক জেলা প্রতিনিধি, ফরিদপুর প্রেসক্লাবের সদস্য, সিনিয়র সাংবাদিক মুশফিকুর রহমান ঝান্ডা (৬৭) করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

শুক্রবার (২৩ জুলাই) সকাল ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার রাতে বাদ এশা ফরিদপুর চকবাজার জামে মসজিদে জানাজা শেষে স্থানীয় আলীপুর পৌর কবরাস্থনে তাকে দাফন করা হয়। এর আগে তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানানোর জন্য মরদেহ ফরিদপুর প্রেসক্লাব চত্ত্বরে আনা হয়। 

এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকন, সহ-সভাপতি শেখ ফয়েজ আহমেদ, সিনিয়র সাংবাদিক পান্না বালা, মনিরুল ইসলাম, এসএম তরুনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এসময় মোনাজাত পরিচালনা করেন প্রেসক্লাবের সদস্য সিনিয়র সাংবাদিক অধ্যাপক মিজানুর রহমান মানিক।

মৃত্যুকালে তিনি স্ত্রী এক পুত্র এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আশির দশকের সূচনা লগ্নে মুসফিকুর রহমান সাংবাদিকতা শুরু করেন। ফরিদপুর থেকে প্রকাশিত অধূনা লুপ্ত সাপ্তাহিক জাগরণ পত্রিকার মাধ্যমে তাঁর সাংবাদিকতার হাতে খড়ি। তিনি ওই পত্রিকার শহর প্রতিনিধি হিসেবে কাজ করতেন। তিনি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক শক্তি পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবেও কাজ করেন। জাতীয় সাংবাদিক সংস্থা, ফরিদপুর জেলা শাখার সভাপতির দায়িত্বও পালন করেছেন তিনি।

এছাড়া ফরিদপুর সাংবাদিক পরিষদ নামে অধূনালুপ্ত সাংবাদিকদের একটি ফোরামের সহসভাপতি ছিলেন মুশফিকুর রহমান ঝান্ডা।

বঙ্গবাণীডটকম/এমএস

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত