ঢাকা, ২২ নভেম্বর, ২০২৪ | অগ্রাহায়ণ ৮ ১৪৩১
ঢাকা, ২২ নভেম্বর, ২০২৪       
Shruhid Tea

স্ত্রীর সঙ্গে অভিমানে স্বামীর আত্মহত্যা

রাজশাহী প্রতিনিধি    বঙ্গবাণী

প্রকাশিত: ১৯:৩২, ১০ অক্টোবর ২০২০

স্ত্রীর সঙ্গে অভিমানে স্বামীর আত্মহত্যা

প্রতীকী ছবি

স্ত্রীর সঙ্গে অভিমান করে রাসেল মাহামুদ (২২) নামে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছেন। তিনি রাজশাহীর বাঘা পৌর এলাকার ২নম্বর ওয়ার্ডের পাকুড়িয়া গ্রামের মঙ্গল আলীর ছেলে। বাঘা থানা পুলিশ সংবাদ পেয়ে শুক্রবার রাতে রাসেল মাহামুদের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

প্রতিবেশীরা জানান, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে মান অভিমান চলে আসছিল। এক পর্যায়ে স্ত্রীর সাথে অভিমান করে শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে বাড়ি থেকে বের হয় রাসেল মাহমুদ। সন্ধ্যায় বাড়িতে আসলে তার মুখে বিষের গন্ধ পায় বাড়ি লোকজন। তাকে উদ্ধার করে বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে কর্মরর্ত চিকিৎসক তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রাজশাহীতে যাওয়ার সময় পথের মধ্যে রাসেল মাহমুদ মারা যায়। শুক্রবার রাতে রাসেল মাহামুদের বাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার করে বাঘা থানার পুলিশ।

বাঘা পৌর সভার ২নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলতাব হোসেন জানান, রাসেল মাহামুদ ১০ মাস আগে প্রেম করে বাবা-মায়ের অমতে বিয়ে করেছিলেন। বিয়ের পর থেকে তাদের মধ্যে মাঝে মাঝে মান অভিমান চলছিল। সন্ধ্যার পর তার লাশ পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।

বাঘা থানার ওসি নজরুল ইসলাম জানান, যুবকটি স্ত্রীর উপর অভিমান করে আত্মহত্যা করতে পারে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, শনিবার সকালে লাশের ময়নাতদন্ত করতে রাজশাহীতে পাঠানো হয়েছে। প্ররোচণামূলক আত্মহত্যা হলে তদন্ত পূর্বক স্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বঙ্গবাণী/এমএস

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত