ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৪ | অগ্রাহায়ণ ১০ ১৪৩১
ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৪       
Shruhid Tea

৪২০০ বস্তা সিমেন্ট নিয়ে ডুবে গেলো কার্গো

চাঁদপুর প্রতিনিধি বঙ্গবাণী

প্রকাশিত: ১৮:২৫, ১৯ সেপ্টেম্বর ২০২১

৪২০০ বস্তা সিমেন্ট নিয়ে ডুবে গেলো কার্গো

নদীতে ৪২০০ বস্তা সিমেন্টসহ কার্গোডুবি

৪ হাজার ২০০ বস্তা সিমেন্টসহ একটি কার্গো জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। রোববার ভোরে চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউপির বাগরাবাজার এলাকায় ডাকাতিয়া নদীতে সিমেন্টসহ কার্গোটি ডুবে যায়। এ সময় কার্গো জাহাজে থাকা ৩ জন নদী সাঁতরে পাড়ে উঠে জীবন রক্ষা পান। তারা হলেন সুকানি সুরুজ, শ্রমিক মহিউদ্দিন ও কার্গোর লস্কর আলআমিন।
 
কার্গোর লস্কর আলআমিন জানান, এমভি নিউ শাহ পরান নামের মালবাহী জাহাজটি নারায়ণগঞ্জের মুক্তারপুর থেকে চাঁদপুরের বাগরাবাজার ডাকাতিয়া নদীতে আসলে রাতে বৃষ্টি শুরু হয়। পরে সেখানে কার্গোটি নোঙর করে রাখা হয়। রাতভর ভারী বর্ষণে কার্গোর ভেতরে পানি ঢুকে পড়ে। একপর্যায় কার্গোটি ৪২০০ বস্তা সিমেন্টসহ নদীতে তলিয়ে যায়। প্রাণরক্ষায় আমরা ঝাঁপিয়ে পাড়ে চলে যাই। সিমেন্ট নিয়ে আমাদের যাওয়ার কথা লক্ষ্মীপুর জেলার রায়পুর এলাকায়।

চাঁদপুর নৌ-থানার ওসি মুজাহিদুল ইসলাম বলেন, সিমেন্টবোঝাই কার্গো ডুবি বিষয়ে কেউ জানায়নি। এ ঘটনায় মালিকপক্ষ থেকে কোনো অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

বঙ্গবাণীডটকম/এমএস

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত