‘আওয়ামী লীগ প্রতিবারই ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে’
প্রকাশিত: ১৯:২৯, ২৩ জুন ২০২৪
আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
আওয়ামী লীগের ওপর বারবার আঘাত এসেছে। তবে এসব আঘাত কোনো ক্ষতি করতে পারেনি। বরং আওয়ামী লীগ প্রতিবারই ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে। এ দেশের প্রতিটি অর্জনের পেছনে আওয়ামী লীগের অবদান রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
রোববার রাজধানীর সোহরওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ গণমানুষের সংগঠন। বাঙালির প্রতিটি অর্জনে আওয়ামী লীগ ওৎপ্রোতভাবে জড়িত। যারা বিভিন্ন সময় আওয়ামী লীগ ছেড়ে গেছেন, তারা আজ হারিয়ে গেছেন। সেসব নেতা ভুলে গিয়েছিলেন যে, আওয়ামী লীগের নেতৃত্বে থেকেছিলেন বলেই তারা আলোকিত হয়েছিলেন।
তিনি আরো বলেন, মুজিব আদর্শের সৈনিকরা কখনো পরাজয় মানে না। নেতাকর্মীদের সংগঠনকে মজবুত করতে হবে। সংগঠন মজবুত থাকলে কেউ আওয়ামী লীগকে দমাতে পারবে না।
শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকারে আসার পর থেকেই বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের প্রতিটি পদক্ষেপে দেশ এগিয়ে যাচ্ছে।
এর আগে, সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ মঞ্চে উপস্থিত হয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ শেখ হাসিনা। এরপর জাতীয় সঙ্গীত বাজানো হয়। পরে তিনি বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
সমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, আমন্ত্রিত অতিথিসহ সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বঙ্গবাণীডটকম/এমএস
- সারাদেশে সাতদিন লকডাউন
- ইউএনও ওয়াহিদা ওএসডি, স্বামী স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব
- গান্ধী শান্তি পুরস্কারে ভূষিত বঙ্গবন্ধু
- টিকা ছাড়া বের হলে শাস্তির খবর ঠিক নয়
- বাংলাদেশের ৮০ শতাংশ বিবাহিত পুরুষ স্ত্রীর ‘নির্যাতনের শিকার’
- মহান বিজয় দিবস আজ
- গণপরিবহন ও বিনোদন কেন্দ্রর বিষয়ে নতুন প্রজ্ঞাপন
- ২০২১ সালের ছুটির তালিকা প্রকাশ
- ব্যারিস্টার রফিক-উল হক মারা গেছেন
- আজ শহীদ বুদ্ধিজীবী দিবস
- পদ্মা সেতুর রেল সংযোগ লাইনে ত্রুটি
- ১১ দফা দাবিতে সারাদেশে চলছে অনির্দিষ্টকালের নৌ-ধর্মঘট
- সোমবার থেকে সব গণপরিবহন বন্ধ
- একদিনে ২২ জনের মৃত্যু
- আল্লামা আহমদ শফী মারা গেছেন