ঢাকা, ১৪ মে, ২০২৫ | বৈশাখ ৩১ ১৪৩২
ঢাকা, ১৪ মে, ২০২৫       
Shruhid Tea

আপনারা আমার সন্তানকে খুজেঁ দেন স্যার

মেহেদী সোহেল বঙ্গবাণী

প্রকাশিত: ১৩:২২, ২৯ এপ্রিল ২০২৫

আপনারা আমার সন্তানকে খুজেঁ দেন স্যার

প্রতিবন্দী তৈয়ব আলী

নিজের বাড়ীর সামনে থেকে গত ২৪ তারিখ বুধবার দুপুরে নিখোঁজ হয়েছেন প্রতিবন্দী তৈয়ব আলী(২৫)। নিখোঁজের ৭ দিন পরও সন্ধান মেলেনি তার। নিজের প্রথম সন্তানকে হাড়িয়ে পাগল প্রায় তৈয়ব এর মাতা তাসলিমা বেগম। খোঁজ না পেয়ে ৪ দিনের মাথায় ২৭ তারিখে কোতয়ালী থানায় সাধারণ ডায়েরি (জিডি নং- ১৯২৪) করেছেন তিনি। তৈয়বকে খুজেঁ পেতে সবার সাহায্য কামনা করছেন তাসলিমা বেগম।

নিখোঁজপ্রতিবন্দী তৈয়ব আলীর বাড়ি ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ এর শোলাকুন্ডু গ্রামে। সে গত বুধবার বিকেলে নিজ বাড়িতে থেকে নি.খোঁজ হয়। সে শারীরিক ও মানুষিক প্রতিবন্ধী এবং স্বাভাবিক ভাবে চলাচল করতে পারেনা। গায়ের রঙ-ফর্সা, স্বাস্থ্য-মোটামুটি, মাথার চুল-কালো ও খাটো, উচ্চতা-৫ ফুট ৭ ইঞ্চি। তার পরনে ছিল হলুদ রঙের হাফ প্যান্ট,গায়ে আকাশী রঙের গেঞ্জি, পায়ে ছিল জুতা। কেও ছেলেটির খোজ পেলে অনুগ্রহ পূর্বক নিন্মের  ঠিকানায় সন্ধান দেয়ার জন্য অনুরোধ করেছে তার পরিবার। আলতাফ শেখ (পিতা)-মোবাইল-০১৭৯১২৮৮৯০৭।

নিখোঁজের ৭ দিন পরও সন্ধান পাওয়া জায়নি জানিয়ে তৈয়ব এর মাতা তাসলিমা বেগম বলেন, প্রতিবন্দী তৈয়ব খুব একটা হাটতে পারেনা, হাতের ওপর ভর রেখে হামাগুড়ি দিয়ে চলে। খুব বেশি কথাও বলতে পারেনা। মাঝে মাঝে তার স্মৃতি চলে যায়। এমন একজন মানুষ গত বুধবার নিজের বাড়ির সামনের রাস্তা থেকে কোথায় হাড়িয়ে গেলো? 

কান্না জড়িত কণ্ঠে তিনি আরও বলেন, নিখোঁজের পর নিজেদের সকল আত্নীয়-স্বজনের বাড়িতে, কনাইপুর বাজারে ও ফরিদপুর শহরের বিভিন্ন স্থানে খোঁজ করেও তৈয়ব এর সন্ধান পাইনি। পরে আমাদের মেম্বরের পরামর্ রবিবার থানায় জিডি করেছি। আজ পর্ন্ত তার খোঁজ পেলাম না, আপনারা আমার প্রথম সন্তানকে খুজেঁ দেন স্যার।#

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত