ঢাকা, ২২ ডিসেম্বর, ২০২৪ | পৌষ ৮ ১৪৩১
ঢাকা, ২২ ডিসেম্বর, ২০২৪       
Shruhid Tea

আমেরিকা-বাংলাদেশ চেম্বারের বোর্ড অব ডিরেক্টর আবদুর রশীদ খান হারুন

নিজস্ব প্রতিবেদক বঙ্গবাণী

প্রকাশিত: ১৬:০২, ২২ ডিসেম্বর ২০২৪

আমেরিকা-বাংলাদেশ চেম্বারের বোর্ড অব ডিরেক্টর আবদুর রশীদ খান হারুন

আবদুর রশীদ খান হারুন

ফরিদপুর জেলার সদর উপজেলার চরমাধবদিয়ার গোলাপবাগের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবীদ, দানবীর, শিল্পপতি, যুক্তরাষ্ট বিএনপির অন্যতম সহ সভাপতি, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা বিএনপির সাবেক সভাপতি জননেতা আলহাজ্ব আবদুর রশীদ খান হারুন আমেরিকা-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বোর্ড অব ডিরেক্টর নির্বাচিত হয়েছেন। তার এই সাফল্যে স্থানীয় জনগণের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। 

প্রসঙ্গত, আলহাজ্ব আব্দুর রশীদ খান হারুন ফরিদপুরের সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের গোলাপবাগের সম্ভ্রান্ত ব্যক্তিত্ব হাজী আব্দুল লতিফ খানের জ্যেষ্ঠ সন্তান। এই মানবদরদি রাজনীতিবিদ জনকল্যাণে তার নিজ এলাকার ৮টি গ্রাম নিয়ে গড়ে তুলেন গোলাপবাগ নামে একটি বিশেষায়িত অঞ্চল। 

এছাড়া তিনি তাঁর মায়ের নামে প্রতিষ্ঠা করেছেন গোলাপবাগ লতিফুন্নেসা ফাউন্ডেশন নামে একটি দাতব্য প্রতিষ্ঠান। গোলাপবাগের লতিফুন্নেসা ফাউন্ডেশনের উদ্যোগে দারিদ্রপীড়িত চর এলাকায় মসজিদ মাদ্রাসা, একাধিক স্কুলছাড়াও চিকিৎসালয় স্থাপন করে দীর্ঘদিনযাবত তিনি মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন। 
লতিফুন্নেসা ফাউন্ডেশনের মাধ্যমে এই অঞ্চলের আট গ্রামের মানুষের জীবনমানে ইতিবাচক পরিবর্তন এসেছে।  ফরিদপুর তথা দেশবাসীর কাছে আব্দুর রশীদ খান হারুন দোয়া প্রার্থনা করেছেন।

বঙ্গবাণীডটকম/এমএস

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত