ঢাকা, ২২ নভেম্বর, ২০২৪ | অগ্রাহায়ণ ৮ ১৪৩১
ঢাকা, ২২ নভেম্বর, ২০২৪       
Shruhid Tea

আলেম-উলামা ও ইসলাম বিদ্বেষীদেরকে ফরিদপুরে অবাঞ্ছিত ঘোষণা

শফিকুল খান জনি, নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি বঙ্গবাণী

প্রকাশিত: ১৯:০২, ২১ সেপ্টেম্বর ২০২০

আলেম-উলামা ও ইসলাম বিদ্বেষীদেরকে ফরিদপুরে অবাঞ্ছিত ঘোষণা

ফরিদপুর প্রেসক্লাব চত্বরে মানববন্ধন কর্মসূচি

সর্বজনশ্রদ্ধেয় আলেমেদ্বীন আল্লামা শাহ আহমদ শফী (রাঃ) কে নিয়ে কটূক্তিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ সোমবার বাদ জোহর ফরিদপুর প্রেসক্লাব চত্বরে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছে যুব ওলামা কল্যাণ পরিষদ ফরিদপুর৷ মানববন্ধনে বক্তারা কোরআন হাদিসের অপব্যাখ্যাকারী ভন্ড মাজার পূজারী আলাউদ্দিন জিহাদী কে গ্রেফতার করায় প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে তার দৃষ্টান্তমূলক শাস্তি এবং সালথার বল্লভদী ইউনিয়নের কুখ্যাত চেয়ারম্যান নুরুল সহ ইসলাম ও মুসলমানদের কে নিয়ে কটূক্তিকারীদের গ্রেফতারপূর্বক কঠিন শাস্তির দাবি করেন ৷

বক্তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তদের শাস্তির আওতায় না আনা হলে জনগণ ফুঁসে উঠতে পারে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে প্রশাসনকেই তার দায়ভার নিতে হবে৷

মাওলানা শামছুল হকের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন মাওলানা মাহমুদুল হাসান, মুফতী মোস্তফা কামাল, মুফতী মুস্তাফিজুর রহমান, আলহাজ্ব মোহাম্মদ উল্লাহ, মাওলানা নাসিরউদ্দিন, মাওলানা ইয়াকুব আলী, মুফতি সানাউল্লাহ, মাওলানা আশরাফ আলী, মাওলানা নাজমুল হাসান, মাওলানা খবির হোসাইন,মাওলানা ইমরান সিদ্দিকী, মুফতী জহিরুল ইসলাম প্রমুখ।

কর্মসূচিতে অংশগ্রহণকারী সকল কে এবং বিভিন্ন স্তরের প্রশাসন ও সাংবাদিক ভাইদের কে ধন্যবাদ জানিয়ে শাহ আহমদ শফী রহমাতুল্লাহ আলাইহি এর জন্য জান্নাতের সুউচ্চ মাকাম কামনা করে দোয়ার মাধ্যমে মানববন্ধন সমাপ্ত করা হয়।

বঙ্গবাণী/এমএস

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত