ঢাকা, ০৩ ডিসেম্বর, ২০২৪ | অগ্রাহায়ণ ১৯ ১৪৩১
ঢাকা, ০৩ ডিসেম্বর, ২০২৪       
Shruhid Tea

ইউটিউবে জিয়াউদ্দিন আলমের ‘বউয়ের বিদেশ যাত্রা’

নিজস্ব প্রতিবেদক বঙ্গবাণী

প্রকাশিত: ২০:১১, ১২ জুলাই ২০২৩

ইউটিউবে জিয়াউদ্দিন আলমের ‘বউয়ের বিদেশ যাত্রা’

ছবি-সংগৃহীত

বউকে বিদেশ পাঠানো নিয়ে গ্রামীন প্রেক্ষাপটে জিয়াউদ্দিন আলমের কাহিনী ও পরিচালনায় নির্মিত হয়েছে নতুন নাটক ‘বউয়ের বিদেশ যাত্রা’।  এ নাটকের সংলাপ এবং চিত্রনাট্য করেছেন দেলোয়ার হোসাইন দিল। নাটকটি দেখা যাবে প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। 

সমাজের কিছু অসাধূ আদম পাচার কারীর কাহিনী নিয়ে ‌‌‘বউয়ের বিদেশ যাত্রা’ শিরোনামে এ নাটকে অভিনয় করেছেন কমেডিয়ান অভিনেতা জামিল হোসাইন, ইমু সিকদার, সেলজুক তারিক, নূরে কাঞ্চন, ফাতেমা হিরা, আহমেদ ইশতিয়াক, নাসির উদ্দিন বুলবুল সহ অনেকে।

নাটক নিয়ে জনপ্রিয় পরিচালক জিয়াউদ্দিন আলম বলেন , জামিল কে নিয়ে আমার ৪ নম্বর প্রডাকশন। এর আগে প্রবাসী ও মধ্যবিত্ত নিয়ে ৩টি নাটক রিলিজ হয়েছে , সেই নাটক গুলা দর্শক প্রিয় হয়েছে । আশা করি সেই ধারাবাহিকতায়  ‌‌‘বউয়ের বিদেশ যাত্রা’ দর্শক ভালো ভাবে গ্রহন করবেন।

তিনি বলেন, লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে নাটকটি রোববার বিকেল ৩টায় প্রকাশ হয়েছে। আবহ সঙ্গীত করেছেন অনুরুদ্ধ শুভ এবং চিত্রগ্রহণ করেছেন আমীর হামজা , সম্পাদনা ও কালার করেছেন টিডি দিপক। গত দুইদিনে বউয়ের বিদেশ যাত্রা নাটকের ক্লিপ লেজান ভিশনের ফেইসবুক পেইজে ৫ লিলিয়নেরও বেশি মানুষ দেখেছেন।

বঙ্গবাণীডটকম/এমএস

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত