ঢাকা, ০৩ ডিসেম্বর, ২০২৪ | অগ্রাহায়ণ ১৯ ১৪৩১
ঢাকা, ০৩ ডিসেম্বর, ২০২৪       
Shruhid Tea

এই বর্ষায় এলিট লাইফ স্ট্যাইল’র উরাধুরা অফার

লাইফস্টাইল ডেস্ক বঙ্গবাণী

প্রকাশিত: ১২:১৬, ৭ জুলাই ২০২৪

এই বর্ষায় এলিট লাইফ স্ট্যাইল’র উরাধুরা অফার

ফাইল ছবি

বর্ষাকে উপভোগ্য করে তুলতে সময়োপযোগী সব রকম পোশাকের আয়োজন করেছে ‘এলিট লাইফ স্টাইল’। সেই সাথে এই আষাঢ়ে বর্ষায় ‘এলিট লাইফ স্টাইল’ কোন আষাঢ়ে অফার নয়, এলিট দিচ্ছে উরা ধুরা অফার!

গ্রাহকদের অনেক দিনের কাঙ্ক্ষিত স্যুটের মনোবাসনা পূরণ করতে গ্রাহকদের দিচ্ছে এক অভাবনীয় অফার! এই আষাঢ়ে একটি স্যুটের অর্ডার করলে পাচ্ছেন আরেকটি স্যুটের মেকিং চার্জ সম্পূর্ণ ফি!!

তবে আর দেরি কেন?! এখনই হয়ে যাক আপনার পছন্দের কাঙ্ক্ষিত একটি নান্দনিক স্যুটের অর্ডার। এলিট’র স্যুট মানেই নিত্যনতুন ডিজাইন বৈচিত্র্য এবং যে কোন পরিবেশে এবং পার্টির জন্য মানানসই স্যুট। 

এ ছাড়াও ‘এলিট লাইফ স্টাইল’ ফ্যাশন সচেতনদের জন্য এক্সক্লুসিভ ডিজাইনের ভিন্নমাত্রার পোশাক নিয়ে এসেছে। পোশাকগুলোতে ফুটে উঠেছে বর্তমান ট্রাডিশন। এলিট’র পোশাকগুলোর অন্যতম বৈশিষ্ট্য মার্জিত কালার কম্বিনেশন।

এলিট’র বর্ষা ঋতুর নতুন কালেকশনে রয়েছে নিত্য নতুন ডিজাইনের ফুল হাতা শার্ট, টি-শার্ট, পলো শার্ট, গ্যাবার্ডিন প্যান্ট, ডেনিম প্যান্ট। মেয়েদের বিভিন্ন দেশী-বিদেশী পোশাক ও এক্সেসরিজ।
এ ছাড়াও রয়েছে দেশ বিদেশের খ্যাতনামা ব্র্যান্ডের পোশাক। এলিট’র প্রতিটি পোশাকে রয়েছে উৎসবের ছোঁয়া।

বিস্তারিত জানতে : ১২৬ এলিফ্যান্ট রোড, ঢাকা। হট লাইন : ০১৮৪৭ ৪৫ ৪৪ ৫৫।
Facebook : www.facebook.com/elitelifestyle2020

বঙ্গবাণীডটকম/এমএস