ঢাকা, ২১ নভেম্বর, ২০২৪ | অগ্রাহায়ণ ৭ ১৪৩১
ঢাকা, ২১ নভেম্বর, ২০২৪       
Shruhid Tea

এক মাসের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন: ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক বঙ্গবাণী

প্রকাশিত: ১৭:৩৪, ২২ জানুয়ারি ২০২৩

এক মাসের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন: ইসি সচিব

প্রতীকী ছবি

আগামী ২৩ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারির মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম। রোববার নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিশনের বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, এরই মধ্যে নির্বাচনী কার্যক্রম শুরু হয়েছে। আমরা সংসদ সচিবালয়ের সঙ্গে যোগাযোগ করে স্পিকারের সঙ্গে সিইসির বৈঠকের তারিখ ঠিক করব। জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনী আইনের কয়েকটি ধারা সংশোধনের প্রস্তাব চূড়ান্ত করেছে কমিশন।

সংবিধানে নারী আসনের সংখ্যা ৪৫ থেকে ৫০ করা হয়েছে। কিন্তু আইনে এখনো আসন সংখ্যা ৪৫। তাই আইনে ৪৫ থেকে ৫০ করার প্রস্তাব করা হয়েছে।

সেইসঙ্গে, সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের জামানত ১০ হাজার টাকার পরিবর্তে ২০ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে বলেও জানান তিনি।

বঙ্গবাণীডটকম/এমএস

নির্বাচন বিভাগের সর্বাধিক পঠিত