এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম জানালেন শিক্ষামন্ত্রী
প্রকাশিত: ১১:৫৯, ১৫ জুলাই ২০২১

ফাইল ছবি
মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে চলতি বছরের নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ডিসেম্বরের প্রথম সপ্তাহে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বৃহস্পতিবার বেলা ১১টায় ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে এ কথা জানিয়ে এসময় তিনি এসএসসি ও এইচএসসি পরীক্ষা কীভাবে হবে সে বিষয়টিও বিস্তারিত তুলে ধরেন দীপু মনি।
শিক্ষামন্ত্রী বলেন, পরিস্থিতি অনুকূল হলে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি অনুসরণ করে শুধু নৈর্ব্যক্তিক বিষয়ে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এসএসসি এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষা নেয়া হবে। যদি পরীক্ষা গ্রহণ করা সম্ভব না হয় সেক্ষেত্রে পূর্ববর্তী জেএসসি-জেডিসি-এসএসসির ভিত্তিতে এবং অ্যাসাইনমেন্টের ভিত্তিতে এসএসসি-এইচএসসির মূল্যায়ন করা হবে।
পরীক্ষা নেওয়ার পদ্ধতি হিসেবে তিনি বলেন, সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে গ্রুপ ভিত্তিক তিনটি বিষয়ের ওপর শুধু নৈর্বাচনিক পরীক্ষার মাধ্যমে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়া হবে। পূর্ববর্তী ক্লাসে যে বিষয়গুলোর পরীক্ষা নেওয়া হয়েছে, সেগুলোর পরীক্ষা না নিয়ে আগের পরীক্ষার ভিত্তিতে মূল্যায়ন করা হবে।
ডা. দীপু মনি আরো বলেন, চলতি মাস থেকে এসএসসি পরীক্ষার্থীদের জন্য ১২ সপ্তাহে ২৪টি অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ৩০টি অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। সংক্ষিপ্ত সিলেবাস কাভার করেই নেওয়া হবে এসএসসি ও এইচএসসি।
তিনি বলেন, অ্যাসাইনমেন্টগুলো নেওয়া হবে শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি হিসেবে। আবশ্যিক বিষয়গুলোর মূল্যায়ন হবে সাবজেক্ট ম্যাকিংয়ের মাধ্যমে। আর যদি পরীক্ষা নেওয়া সম্ভব না হয়, তবে অ্যাসাইনমেন্ট ও সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে মূল্যায়ন হতে পারে। তখন আমরা এ বিষয়ে সিদ্ধান্ত জানাবো।
বঙ্গবাণীডটকম/এমএস
- শিক্ষার্থীদের জন্য ন্যূনতম মূল্যে টেলিটকের ইন্টারনেট
- বাউবি’র প্রো-উপাচার্য হিসেবে যোগ দিলেন অধ্যাপক ড. মাহবুবা নাসরীন
- আরেক দফা বাড়লো শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি
- স্কুলে থাকছে না বিজ্ঞান-বাণিজ্য-মানবিক বিভাগের বিভাজন
- এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম জানালেন শিক্ষামন্ত্রী
- স্কুল খুললেও আর ফেরা হবেনা সাঈমের (ভিডিও)
- প্রকাশ হলো এসএসসির সংক্ষিপ্ত সিলেবাস
- এমসি কলেজের চার শিক্ষার্থীর ছাত্রত্ব সাময়িক বাতিল
- এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময় জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষার প্রস্তুতির বিষয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- টাইমস ইউনির্ভাসিটি ভার্চুয়াল শিক্ষা সংলাপ অনুষ্ঠিত
- চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা বন্ধ ঘোষণা
- ‘হবে না এইচএসসি, মূল্যায়নের মাধ্যমে ফল’
- পরীক্ষা ছাড়াই নবম শ্রেণিতে উত্তীর্ণে যে নির্দেশনা
- ‘শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত খুলে দিতে কর্মসূচি ঠিক হচ্ছে’