ঢাকা, ২১ নভেম্বর, ২০২৪ | অগ্রাহায়ণ ৭ ১৪৩১
ঢাকা, ২১ নভেম্বর, ২০২৪       
Shruhid Tea

এসকাভেটর উল্টে পড়লো বিদ্যুতের খুটির ওপর

ফরিদপুর প্রতিনিধি বঙ্গবাণী

প্রকাশিত: ১২:৩০, ২৯ মার্চ ২০২১

এসকাভেটর উল্টে পড়লো বিদ্যুতের খুটির ওপর

ছবি- বঙ্গবাণী

ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চরনশিপুরে এসকাভেটর উল্টে পড়ে বিদ্যুতের খুটি কয়েক টুকরা হয়ে গেছে। এতে ওই অঞ্চলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এসকাভেটরটি ওই রাস্তা সংলগ্নে একটি পুকুরে মাটি কাটছিলো। সোমবার সকালে এ ঘটনা ঘটে।

প্রতক্ষদর্শী আঃ রাজ্জাক মিয়া জানান, গত কয়েকদিন লক্ষিদাশের হাট-আলিপুর রোডের শাজাহান মিয়ার বাড়ির সামনের এই পুকুরে এসকাভেটরটি মাটি কাটার কাজে যুক্ত ছিলো। আজ সকাল ৮টার দিকে এসকাভেটরটি একটি ট্রাকে করে এখান থেকে অন্য জায়গাতে নিয়ে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। পুকুরের পাশে রাস্তার মাটি কম থাকায় ট্রাকের চাকা দেবে গিয়ে এসকাভেটরটি উল্টে পুকুর পারে থাকা পল্লী বিদ্যুতের খুটির ওপর পড়ে যায়। এতে খুটিটি ভেঙে কয়েক টুকরা হয়ে যায়। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির ধুলদি অভিযোগ কেন্দ্রের ইনচার্জ প্রেমানন্দ দেবনাধ সুমন বলেন, সকাল ৮টার পরপর এসকাভেটরটি বিদ্যুতের খটির ওপর পড়ার খপর পেয়ে বৈদুতিক দুর্ঘটনা এড়াতে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ ওই লাইনের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এসকাভেটরটির মালিক পক্ষ সেটি তোলার কাজ করছে। ওটি তোলা হলে বিদ্যুতের নতুন খুটি পুতে সংযোগ আবার সচল করা হবে।

বঙ্গবাণী/এমএস  

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত