এসিআই কারখানায় মেয়াদোত্তীর্ণ চা, গুদাম সিলগালা
প্রকাশিত: ১৩:০০, ৫ অক্টোবর ২০২০
মেয়াদত্তীর্ণ চা
মেয়াদোত্তীর্ণ চা উৎপাদন ও প্যাকেটজাত করে বাজারজাত করায় টেটলি এসিআই বাংলাদেশ লিমিটেডকে ১৭ লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও পৃথক অভিযান চালিয়ে এসিআই বাংলাদেশ লিমিটেডের একটি গুদাম সিলগালা করেছে। রবিবার (৪ অক্টোবর) র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
র্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, টেটলি এসিআই বাংলাদেশ লিমিটেড কারখানায় টাটা টি ব্র্যান্ডের চায়ের উৎপাদন ও উত্তীর্ণের মেয়াদ বাড়িয়ে প্যাকেজিং ও বাজারজাত করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালায়। অভিযানকালে মেয়াদ উত্তীর্ণ চা প্যাকেটজাত করে বাজারজাত করার প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত ওই কারখানা কর্তৃপক্ষকে ১৭ লাখ টাকা জরিমানা করেন। সন্ধ্যায় ভোগড়া বাইপাস এলাকায় এসিআই বাংলাদেশ লিমিটেড-এর একটি গুদামে অভিযান চালায়। এ গুদামে ওই কোম্পানির বিভিন্ন কারখানায় উৎপাদিত স্যাভলন, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড ওয়াশ ও সাবানসহ বিভিন্ন সামগ্রী বাজারজাতের জন্য মজুত করে রাখা হয়েছে। এসব পণ্যের মধ্যে হ্যান্ড স্যানিটাইজারে নিম্নমানের ও মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল ব্যবহার করার অভিযোগ রয়েছে। আদালত হ্যান্ড স্যানিটাইজারের নমুনা সংগ্রহ করে এ গুদামটি সিলগালা করেছে।
সারোয়ার আলম জানান, সংগৃহীত নমুনা ল্যাবে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ল্যাবে পরীক্ষার ফলাফলে গুণগতমান সঠিক পাওয়া না গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে।
বঙ্গবাণী/এমএস
- নেশার টাকা দেননি বলে নিজের মাকে গলা কেটে হত্যা
- করোনায় মারা গেলেন ফরিদপুরের বিশিষ্ট সাংবাদিক তারাপদ স্যার
- বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ইলিয়াস আহম্মেদ পাল মারা গেছেন
- সালথা তান্ডবের এক বছর
ওসির বিরুদ্ধে কোটি টাকা বাণিজ্যের অভিযোগ - বেড়িবাধ থেকে অটোচালকের দগ্ধ লাশ উদ্ধার
- ফরিদপুর সদরে ১১ টি ইউপি নির্বাচনের ভোট গ্রহণ চলছে
- ধর্ষনে অন্তঃসত্তা কাজের বুয়া, ধরে বিয়ে পড়িয়ে দিলেন এলাকাবাসী
- ফরিদপুরে ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ
- এসকাভেটর উল্টে পড়লো বিদ্যুতের খুটির ওপর
- চরভদ্রাসনে নিজ বাড়ি থেকে চেয়ারম্যানের ভাইয়ের লাশ উদ্ধার
- ফরিদপুর পৌর নির্বাচনে পুনরায় ভোট গ্রহণের দাবি নায়াব ইউসুফের
- ট্রেনের নিচে ঝাঁপ দিলো প্রেমিক জুটি
- সমবায় অফিসার বিরাজ কুন্ডের বিরুদ্ধে উৎকোচ গ্রহনসহ নানান অভিযোগ
- পরকীয়ার টানে ২ সন্তান রেখে পালালেন মহিলা মেম্বার
- সেই বিতর্কিত ওসি আশিকুজ্জামানের বদলি