ঢাকা, ৩০ ডিসেম্বর, ২০২৪ | পৌষ ১৬ ১৪৩১
ঢাকা, ৩০ ডিসেম্বর, ২০২৪       
Shruhid Tea

ওরা বলে ধানের শীষ, মানুষ বলে পেটে বিষ: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক বঙ্গবাণী

প্রকাশিত: ১৯:০০, ২৭ মে ২০২৩

ওরা বলে ধানের শীষ, মানুষ বলে পেটে বিষ: ওবায়দুল কাদের

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মধ্য বাড্ডায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের- ছবি : সংগৃহীত

মানুষ আর ধানের শীষ চায় না। ওরা বলে ধানের শীষ, মানুষ বলে পেটে বিষ। কেউ কেউ বলে সাপের বিষ। শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মধ্য বাড্ডায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত বিক্ষোভ সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ব‌লেছেন, এসব কথা বলেন।

বিএনপি সরকারের উন্নয়নকে ভয় পায় উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, নতুন ভিসা নীতিতে আওয়ামী লীগের লাভ হয়েছে। যারা সুষ্ঠু নির্বাচন চায় না, তাদের বিরুদ্ধেই এ নিষেধাজ্ঞা। আর বিএনপি নির্বাচনে যে‌তেও ভয় পায়, আবার সরকারের উন্নয়ন ও অগ্রগতির কাজকেও ভয় পায়।

ওবায়দুল কাদের বলেন, গাজীপুরের নির্বাচনের মাধ্যমে আমরা বুঝিয়ে দিয়েছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব। তাই কে কোন বিচার দিল, কে কোন নিষেধাজ্ঞা দিল তা নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই।

নির্বাচনে কোনো বাধা দেওয়া হলে প্রতিহত করা হবে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনে কোনো বাধা দেওয়া হলে খবর আছে। আগামী নির্বাচনে নৌকা বনাম ধানের শীষে খেলা হবে। বাংলার মানুষ ভোট দিয়ে বুঝিয়ে দেবে তারা ধানের শীষ চায় না।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। এ নির্বাচনের মতো জাতীয় নির্বাচনসহ সিটি কর্পোরেশনগুলোর নির্বাচনও অনুষ্ঠিত হবে। 
আমেরিকা বলেছে, সুষ্ঠু নির্বাচনে যারা বাধা দেবে তাদের ভিসা বন্ধ করবে। এটাতে আমাদের কিছু নেই, আমরা সুষ্ঠু নির্বাচন করি। সর্বশেষ গাজীপুরে দেখিয়ে দিয়েছি, আমরা নির্বাচন সুষ্ঠু করবো।

তিনি বলেন, আমরা অবশ্যই নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করবো। গাজীপুরে উজ্জ্বল দৃষ্টান্ত রেখে দিয়েছি। সামনের দিনে বাংলাদেশে চারটি সিটি কর্পোরেশন ও জাতীয় নির্বাচন অবাধ হবে। সবার অংশগ্রহণ আমরা চাই।

বঙ্গবাণীডটকম/এমএস

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত