করোনার অতি উচ্চ ঝুঁকিতে যে ৪০ জেলা
প্রকাশিত: ১৪:১৯, ২৪ জুন ২০২১
প্রতীকী ছবি
মহামারী করোনার চলমান পরিস্থিতি বিবেচনায় গত এক সপ্তাহের দেশের নমুনা পরীক্ষা ও রোগী শনাক্তের হার বিবেচনা করে উচ্চ ঝুঁকিতে থাকা জেলার তালিকা চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ১৪ থেকে ২০ জুন- এই এক সপ্তাহের নমুনা পরীক্ষা ও রোগী শনাক্তের হার বিবেচনা করে তিনটি মাত্রার ঝুঁকি (অতি উচ্চ, উচ্চ ও মধ্যম) চিহ্নিত করেছে সংস্থাটি। গত মঙ্গলবার প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।
তারা বলছে, দেশের ৬৪টি জেলার মধ্যে ৪০টিই সংক্রমণের অতি উচ্চ ঝুঁকিতে রয়েছে। এছাড়া আরো ১৫টি জেলা আছে সংক্রমণের উচ্চ ঝুঁকিতে। সংক্রমণের মধ্যম ঝুঁকিতে আছে ৮টি জেলা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওই প্রতিবেদন অনুযায়ী, খুলনা বিভাগের ১০টি জেলার (খুলনা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, নড়াইল, বাগেরহাট, মাগুরা, মেহেরপুর, যশোর, সাতক্ষীরা) সবকটিই সংক্রমণের অতি উচ্চ ঝুঁকিতে আছে। রাজশাহী বিভাগের ৮ জেলার মধ্যে ৬টি (রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া ও জয়পুরহাট) অতি উচ্চ ঝুঁকিতে, ২টি (পাবনা, সিরাজগঞ্জ) আছে উচ্চ ঝুঁকিতে।
ঢাকা বিভাগের মধ্যে ৭টি জেলা (রাজবাড়ী, টাঙ্গাইল, ফরিদপুর, গাজীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মাদারিপুর) আছে করোনা সংক্রমণের অতি উচ্চ ঝুঁকিতে। রাজধানীসহ ২টি (ঢাকা, মুন্সিগঞ্জ) জেলা আছে উচ্চ ঝুঁকিতে আর ৪টি ( শরিয়তপুর, মানিকগঞ্জ, নারায়নগঞ্জ, নরসিংদী) জেলা আছে মধ্যম ঝুঁকিতে।
রংপুর বিভাগের ৫টি (কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, লালমনিরহাট) জেলা অতি উচ্চ এবং ৩টি (নীলফামারী, পঞ্চগড়, গাইবান্ধা) জেলা উচ্চ ঝুঁকিপূর্ণ।
চট্টগ্রাম বিভাগের মধ্যে চট্টগ্রামসহ ৬টি (চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, নোয়াখালী, চাঁদপুর, ফেনী) জেলা অতি উচ্চ, ৩টি (রাঙ্গামাটি, লক্ষ্মীপুর, কুমিল্লা) জেলা উচ্চ এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা মধ্যম ঝুঁকিপূর্ণ।
বরিশাল বিভাগে ৩টি (ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল) জেলা অতি উচ্চ ঝুঁকিতে এবং মধ্যম ঝুঁকিতে ৩টি (পটুয়াখালী, ভোলা, বরগুনা) জেলা।
সংক্রমণ এখনো তুলনামূলক কম সিলেট বিভাগে। এই বিভাগের শুধু সিলেট জেলা অতি উচ্চ ঝুঁকিতে এবং মধ্যম ঝুঁকিতে মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ।
এছাড়া ময়মনসিংহ বিভাগের জামালপুর, শেরপুর জেলা অতি উচ্চ ঝুঁকিতে এবং ময়মনসিংহ, ও নেত্রকোণা উচ্চ ঝুঁকিতে ।
তবে এখনো ঝুঁতিমুক্ত রয়েছে বান্দরবান জেলা।
বঙ্গবাণী/এমএস
- গিলবার্ট`স সিন্ড্রোমের জন্ডিস হলো সারা জীবনের জন্ডিস
- চরম অব্যবস্থাপনায় নিদারুণ ভোগান্তি ফরিদপুরের মেডিকেল হাসপাতালে
- ফরিদপুরে তিন হাসপাতালে অভিযান, তিন লক্ষ টাকা জরিমানা
- সারাদেশে ১১ হাজারের বেশি চিকিৎসকের পদ ফাঁকা
- রাশিয়ার টিকা করোনা প্রতিরোধ সফল
- ‘করোনার দ্বিতীয় দফা সংক্রমণ শুরু হয়ে গেছে’
- ডায়াবেটিস টাইপ-২ চিকিৎসায় কার্যকর উপায় উদ্ভাবন অস্ট্রেলীয়ার
- দেশের বর্জ্যপানিতেই মিলেছে করোনাভাইরাসের জিন
- বছরের শেষ দিকে আসছে ১০ কোটি ডোজ টিকা
- করোনার অতি উচ্চ ঝুঁকিতে যে ৪০ জেলা
- আগামী তিন মাসে দেড় কোটি করোনা টিকা আনবে সরকার
- দেশে এলো ২০ লাখ ডোজ টিকা
- সিনোফার্ম থেকে সাড়ে সাত কোটি ডোজ টিকা কিনছে সরকার
- এবার ১৮ বছর বয়সীরাও পাবেন টিকা, ৮ আগস্ট থেকে নিবন্ধন
- গণটিকার দ্বিতীয় ডোজ শুরু হবে ৭ সেপ্টেম্বর থেকে