কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকর মারা
প্রকাশিত: ১৮:৪০, ৬ ফেব্রুয়ারি ২০২২
লতা মঙ্গেশকর
ভারতের কিংবদন্তি সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকর মারা গেছেন। রোববার সকালে মুম্বাইয়ের ব্রিচ কেন্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। ভারতের সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনটিতে জানানো হয়েছে, কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকরের শরীরে করোনা ও নিউমোনিয়া শনাক্তের পরই চলতি বছরের জানুয়ারিতে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তিতে তাকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হয়। এরপর তিনি ধীরে ধীরে সুস্থ বোধ করছিলেন। কিন্তু ২৮ জানুয়ারি বিখ্যাত এ শিল্পীর শারীরিক অবস্থার উন্নতি হলে ভেন্টিলেটর থেকে বের করে আনা হয়। পরে ৫ ফেব্রুয়ারি তার শারীরিক অবস্থার অবনতি হলে ফের ভেন্টিলিটের সাপোর্টে তাকে নেয়া হয়। সেই থেকে তার শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। তাকে মৃত্যুর আগ পর্যন্ত সর্বাত্মকভাবে চিকিৎসা প্রদান করা হয়।
লতা মঙ্গেশরকে ‘নাইটেঙ্গল অব ইন্ডিয়া’ খেতাব দেওয়া হয়। এ কিংবদন্তি ১৩ বছর বয়সে গানের জগতে পা রাখেন এবং ১৯৪২ সালে প্রথমবার তার গান রেকর্ড করা হয়। সাত দশকের ক্যারিয়ারে লতা মঙ্গেশকর বিভিন্ন ভাষায় ৩০ হাজার গান গেয়েছেন।
লতা মঙ্গেশর ‘এক পিয়ার কা নাগমা হায়’, ‘রাম তেরি গাঙ্গা মেলি’, ‘এক রাধা এক মেরা’ ও ‘দিদি তেরা দেবার দিওয়ানা’ গানের জন্য সর্বাধিক পরিচিতি পান। গুণী এ শিল্পী ১৯৬৯ সালে ভারতের তৃতীয় বেসামরিক পুরস্কার ‘পদ্মভূষণ’, ১৯৯৯ সালে ভারতের দ্বিতীয় বেসামরিক পুরস্কার ‘পদ্মাবিভূষণ’ ও ২০০১ সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘ভারত রত্ম’ অর্জন করেন।
দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিকভাবে পুরস্কৃত হন লতা মঙ্গেশকর। ২০০৯ সালে তাকে ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘ অফিসার ডে লা লেগিওন দে হোনিয়ার’ প্রদান করা হয়।
লতা মঙ্গেশকর মীনা খাদিকার, আশা ভোসলে, উষা মঙ্গেশকর ও হৃদনাথ মঙ্গেশকরের বড় বোন ছিলেন।
বঙ্গবাণীডটকম/এমএস
- যেভাবে হলো নিলয়-হৃদি’র প্রেম বিয়ে
- করোনায় আক্রান্ত রিয়াজ
- চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহান, মহাসচিব শাহীন
- জাজ’র ‘জ্বীন’ একা দেখলেই পাবেন ১ লাখ টাকা
- বিয়ে করেছি, চুরি, ডাকাতি, খুন, ধর্ষন তো আর করি নাই : নিলয়
- ব্যস্ততা বেড়েছে সানজিদা আনিকার
- বিনা কর্তনে ছাড়পত্র পেলো ‘স্বপ্নে দেখা রাজকন্যা’
- সচেতনতার গল্প নিয়ে তমা মির্জার ‘আনন্দী
- গাইবান্ধায় ‘লালজমিন’র ২৫০তম মঞ্চায়ন বুধবার
- ঈদে আসাদের ৬ পর্বের ধারাবাহিক ‘তুমি আমার মনের মানুষ’
- পিয়ার পরিবারে আসছে নতুন অতিথি
- আমি নিরুপায় হয়ে এই মামলার সিদ্ধান্ত নিয়েছি: নায়িকা তমা মির্জা
- আইসিইউতে কাজী হায়াৎ, অবস্থার উন্নতি হচ্ছে না
- হাতি নয়, স্বামীকে মুরগি কিনে দিতে বললেন পিয়া
- আজ থেকে নাগরিক টিভিতে ‘চাঁদের হাট’