ঢাকা, ১৭ সেপ্টেম্বর, ২০২৪ | আশ্বিন ১ ১৪৩১
ঢাকা, ১৭ সেপ্টেম্বর, ২০২৪       
Shruhid Tea

কৃষি ভবনে বৈষম্যের স্বীকার চাকুরী প্রার্থীদের মানববন্ধন ও এক দফা

মেহেদী সোহেল বঙ্গবাণী

প্রকাশিত: ১৬:৫৭, ২৫ আগস্ট ২০২৪

কৃষি ভবনে বৈষম্যের স্বীকার চাকুরী প্রার্থীদের মানববন্ধন ও এক দফা

কৃষি ভবনে বৈষম্যের স্বীকার চাকুরী প্রার্থীদের মানববন্ধন

কৃষি ভবনে বৈষম্যের স্বীকার চাকুরী প্রার্থীরা মানববন্ধন করেছেন। আজ (রবিবার) সকাল আটটা থেকে রাজধানীর মতিঝিলে অবস্থিত বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরোশন (বিএডিসি) এর প্রধান কার্যালয় এর সামনে এই মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগকৃত কয়েকশত চাকরীপ্রার্থী অংশ নেন।

মানববন্ধনে বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগকৃত চাকরীপ্রার্থীরা তাদেরকে সংস্থায় স্থায়ীকরণের এক দফা দাবীতে বিভিন্ন স্লোগান দেন। এরপর তারা বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরোশন চেয়াম্যান বরাবর স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি প্রদানের পর বিএডিসির চেয়াম্যান চাকুরী প্রার্থীদের সংস্থায় স্থায়ীকরণের আশ্বাস দিয়ে প্রয়োজনীয় কাজগপত্র দপ্তরে জমা দিতে বলেছেন বলে জানিয়েছেন চাকুরী প্রার্থীদের একজন মোঃ জাকির হোসেন।

অপর চাকুরী প্রার্থী আনোয়ার হোসেন বলেন, চেয়াম্যান স্যার বরাবর স্মারকলিপি প্রদান করেছি। যত দ্রুত সম্ভব আমাদের স্থায়ীকরণের প্রয়োজনীয় ব্যাবস্থা নিবেন বলে স্যার আশ্বাস দিয়েছেন।

বিএডিসি’র সচিব ড. কে এম মামুন উজ্জামান এর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, শুনেছি বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগকৃত চাকরীপ্রার্থীরা মানববন্ধন করেছেন ও স্মারকলিপি প্রদান করেছেন। তবে এ বিষয়ে অফিস কি সিদ্ধান্ত নিয়েছে তা আমার জানা নেই, এ বিষয়ে চেয়ারম্যান স্যার বলতে পারবেন।

এ বিষয়ে কথা বলতে বিএডিসির চেয়ারম্যান এর অফিসিয়াল মোবাইলে যোগাযোগ করা হলে তা রিসিফ হয়নি।

তবে নাম প্রকাশ না করার ইচ্ছা ব্যক্ত করে একজন সিনিয়র অফিসার জানান, চাকরীপ্রার্থীরা মানববন্ধন করেছেন ও চেয়ারম্যান স্যার বরাবর স্মারকলিপি প্রদান করেছেন। বিষয়টি আফিস ইতিবাচক ভাবে দেখছেন। এখানে মামলার বিষয় রয়েছে । তাই বিভিন্ন বিষয় বিচার বিশ্লেষন করে অইনানুগ ভাবে অফিস সিদ্ধান্ত নেবেন।

বঙ্গবাণীডটকম/এমএস

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত