‘কেউ এদের বলুক, সিনেমা এক অফুরন্ত সম্ভাবনার শিল্পমাধ্যম’
প্রকাশিত: ১৪:৩৪, ২ আগস্ট ২০২১
মাহফুজুর রহমান। ছবি- ফেসবুক থেকে নেওয়া
একটা সময় ছিল যখন নিষিদ্ধ পল্লীর মেয়েরা আসতেন সিনেমা জগতে। তারা নাচতে পারতেন, গাইতে পারতেন, মনোরঞ্জন করতে পারতেন সবার। সিনেমায় পুঁজি ঢালতেন মৌ-লোভী ব্যবসায়ীরা। নিজেদের রক্ষিতাদের খায়েশ পূরণ করতে খুলতেন টকিজ। আর তখন সিনেমা বলতেও বোঝাত কেবল নাচ, গান আর ফূর্তি।
কিন্তু আজ সিনেমা মানেই আর শুধু বিনোদন নয়। সিনেমা একই সঙ্গে বাণিজ্য, শিল্প এবং আরো বহুকিছু। প্রকৃত ব্যবসায়ীরাই এখন বিশ্বজুড়ে পুঁজি খাটান সিনেমায়। কর্পোরেট বিনিয়োগেই সচল, সজীব বিশ্বের বড় বড় ফিল্ম ইন্ডাস্ট্রি।
অথচ আমাদের দেশে সিনেমাটা এখনও টকিজের গন্ধ ছাড়াতে পারল না। সেই তিরিশের দশকের মতো মেয়েরা আসে বাবু ধরতে। বাবুরা টাকা ঢালেন ছায়াছবিতে। কিছুদিন ফূর্তিফার্তা চলে। তারপর মেয়েগুলো যে কোথায় যায়, আর খরিদ্দাররা কোথায় পালায়, তার কোন ইতিহাস লেখা থাকে না।
যেখানে জিফাইভ চলে এসেছে, হৈচৈ গোল পাকাচ্ছে, একের পর এক কোম্পানি মরা গাঙে ঢেউ তুলতে চাইছে, সেখানে অমুক নায়িকার বাসায় মাদকের আসর, তমুক নায়িকার শিল্পপতি বয়ফ্রেন্ড আটক, মানে আমরা কি কে এল সায়গলদের যুগে ফিরে যাচ্ছি?
কিছু নারী, কিছু পুরুষ আজো বিশ্বাস করে, সিনেমাটা বড় এক মনোরঞ্জনের আসর। চুরির টাকা, ডাকাতির টাকা এখানে ঢালো, লুটে নাও যা মজা পাও। এদের বিশ্বাসে আঘাত করার কেউ কি নেই? কেউ এদের বলুক, সিনেমা এক অফুরন্ত সম্ভাবনার শিল্পমাধ্যম। বাড়ির পেছনের পয়োনালার মতো একটা অন্ধকার স্রোত সিনেমার ভেতরেও বয়ে গেছে। তাই বলে ওই নালাটাই সব নয়, নালাটাই সিনেমা নয়।
সিনেমা হচ্ছে আলমগীর কবিরের সঙ্গে জয়শ্রী কবিরের শৈল্পিক বোঝাপড়া, ববিতাকে পাশে নিয়ে আমজাদ হোসেনের দুনিয়াসফর, আর আজকের রেহানা মারিয়াম নূরের বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়ানো।
মরীচিকার পেছনে দৌড়ানো তিন্নিরা কি এটা বুঝবে? একারা যে আসলেই একা, সমগ্র নয়, বাকিদের মগজে কি এটা ঢুকবে? আপনারাই উত্তর দিন।
লেখক: সাংবাদিক ও চলচ্চিত্র গবেষক
বঙ্গবাণীডটকম/এমএস
- একজন রত্নগর্ভা মায়ের প্রস্থান
- তিনি শুধুই ডিসি নন, একজন নিরলস সেবক
- ‘ফরিদপুরের চৌধুরী বাড়িতে গড়ে উঠতে পারে নয়নাভিরাম পর্যটন কেন্দ্র’
- ‘নিজের মধ্যে ভালো কিছু শেখার খিদে তৈরি করো’
- ‘কেউ এদের বলুক, সিনেমা এক অফুরন্ত সম্ভাবনার শিল্পমাধ্যম’
- ‘আমার রুটি রিজিক এর মালিক মহান আল্লাহ’
- ‘বিচার যে নিরপেক্ষ এবং স্বচ্ছ হয়েছে জনমনে তা প্রদর্শন করতে হবে’