ঢাকা, ১২ এপ্রিল, ২০২৫ | চৈত্র ২৯ ১৪৩১
ঢাকা, ১২ এপ্রিল, ২০২৫       
Shruhid Tea

কেরানীগঞ্জে কারখানায় আগুন, ৩ জনের লাশ উদ্ধার

কেরানীগঞ্জে প্রতিনিধি বঙ্গবাণী

প্রকাশিত: ১২:৩৬, ১৫ আগস্ট ২০২৩

কেরানীগঞ্জে কারখানায় আগুন, ৩ জনের লাশ উদ্ধার

ছবি-সংগৃহীত

রাজধানীর কেরানীগঞ্জের গদারবাগ এলাকায় একটি কেমিক্যাল কারখানায় আগুন লেগেছে। এতে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর ৪টার দিকে এই আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া হওয়া যায়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ভোর ৬টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তিনজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।

তিনি জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর পর কারখানার ভেতর থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

রাশেদ বিন খালিদ জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

বঙ্গবাণীডটকম/এমএস

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত