ঢাকা, ১২ এপ্রিল, ২০২৫ | চৈত্র ২৮ ১৪৩১
ঢাকা, ১২ এপ্রিল, ২০২৫       
Shruhid Tea

ক্ষতিকারক কেমিক্যালবিহীন আম এখন অনলাইনে!

নিজস্ব প্রতিবেদক বঙ্গবাণী

প্রকাশিত: ১৯:২২, ২১ মে ২০২৪

ক্ষতিকারক কেমিক্যালবিহীন আম এখন অনলাইনে!

ফাইল ছবি

সকল প্রকার ক্ষতিকারক কেমিক্যালবিহীন আম দিচ্ছে সার্বক্ষণিক কল্যাণকামী বন্ধু অনলাইন শপ সুহৃদ’। সেবাধর্মী সামাজিক কল্যাণমূলক চিন্তা থেকে গত ১১ (এগার) বছর ধরে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোরের বাগান হতে সংগৃহীত সকল প্রকার ক্ষতিকারক কেমিক্যালবিহীন আম এখন আমরা পাইকারিতে দিচ্ছি এই অনলাইন শপটি।

‘সুহৃদ’ এর কর্ণধর সৌকত ইসলাম বলেন, আমরা সকল প্রকার ক্ষতিকারক কেমিক্যালবিহীন আম কর্পোরেট অফিসে সরবরাহ করছি এবং আমরা আমাদের অর্ডার দীর্ঘ দিনের গ্রাহকের হাতে সযত্নে তুলে দিচ্ছি। সততা, আন্তরিকতা, বিশ্বস্ততা, পরিচ্ছন্নতা, স্বাস্থ্যকর ও সঠিক মানই আমাদের প্রত্যয়। এই প্রত্যয় নিয়ে বাজার মূল্যের চেয়ে কম মূল্যে আপনার অর্ডার পাওয়া মাত্রই সরাসরি বাগান হতে যত্নর সাথে সারা দেশের যে কোন স্থানে আপনার নিকটতম কুরিয়ারের শাখা অফিসে পৌঁছে দিচ্ছি। 

সুহৃদ অনলাইন শপ আমের ভুবনে আপনি পাবেন হিমসাগর, আম্র্রপালি, ল্যাংড়া, ফজলী, নাক ফজলী, রংপুরের হাঁড়ি ভাঙ্গাসহ লোভনীয় রসাল সব আম।

রানার প্লাজা, দোকান নং : ৫২,৩য় তলা, নবাববাড়ি রোড, বগুড়া।
http://follow us on facebook :www.facebook.com/shuhrid.bd
Mail : suhrid95@gmail.com
আপনার চাহিদা জানাতে : ০১৬৪৮ ২৪ ১৮৮৭, ০১৫৫৪ ৮৫৫ ৩৮৪।

বঙ্গবাণীডটকম/এমএস

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত